পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে প্রতিদিন এক লাখ জল-সংযোগ দেওয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

দেশে প্রতিদিন এক লাখ জল-সংযোগ দেওয়া হচ্ছে ৷ পাশাপাশি, ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের ক্ষমতা রয়েছে উত্তরপূর্বের রাজ্যগুলির ৷ মণিপুর জল সরবরাহ প্রকল্পের উদ্বোধনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

By

Published : Jul 23, 2020, 3:48 PM IST

দিল্লি, 23 জুলাই : আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মণিপুর জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পরে অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, দেশে প্রতিদিন এক লাখ জল-সংযোগ দেওয়া হচ্ছে৷ এটি সম্ভব হয়েছে শুধুমাত্র গণআন্দোলনের মতো "জল জীবন মিশন" প্রকল্পের অগ্রগতির কারণে ৷ সঙ্গে তিনি জানান, ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের ক্ষমতা রয়েছে উত্তরপূর্বের রাজ্যগুলির ৷

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে বলেন, "প্রতিদিন দেশে এক লাখ জল-সংযোগ দেওয়া হচ্ছে ৷ প্রতিদিন আমরা জল-সংকটের চিন্তাকে এক লাখ মা-বোনের জীবন থেকে দূরে সরাচ্ছি ৷ তাঁদের জীবন সহজ করে তুলছি ৷ এই গতিতে কাজ করা সম্ভব হয়েছে শুধুমাত্র জল জীবন মিশন প্রকল্পের গণআন্দোলনের মতো অগ্রগতির জন্যই ৷ গ্রামের মানুষ বিশেষ করে বোনেরা ও জনপ্রতিনিধিরাই ঠিক করে দিচ্ছেন জলের পাইপ কোথায় বসানো হবে ৷ জল কোথা থেকে নেওয়া হবে এবং ট্যাঙ্ক কোথায় তৈরি করা হবে এবং এই প্রকল্পের জন্য কত টাকা খরচ করা হবে ৷"

আজ মণিপুরের মানুষের জন্য একটি বড় দিন বলে মনে করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "আজ ইম্ফল-সহ মণিপুরের সহকর্মীদের কাছে বড় দিন ৷ বিশেষ করে আমাদের বোনেদের জন্য ৷ মণিপুর জল সরবরাহ প্রকল্প শেষ হবে তিন হাজার কোটি টাকা খরচে ৷ এটি এখানকার মানুষের জল সংকট দূর করবে ৷ এই প্রকল্পের জলধারা বৃহৎ ইম্ফল-সহ 25টি শহর ও 1,700টি গ্রামে জীবন ধারা হিসেবে কাজ করবে ৷ বড় বিষয় হল, এই প্রকল্পটি শুধুমাত্র আজকের কথা ভেবে তৈরি করা হয়নি ৷ ভাবা হয়েছে আগামী 20-22 বছরের কথা ৷ এই প্রকল্পের জন্য কোটি কোটি মানুষ শুধুমাত্র পরিষ্কার পানীয় জলের সরবরাহই পাবে না, তাঁরা এর ফলে কর্মসংস্থানও পাবেন ৷"

গত বছর দেশে শুরু করা হয়েছিল জল জীবন মিশন প্রকল্প ৷ সে সময় মোদি জানিয়েছিলেন, পুরানো সরকারগুলির থেকে অনেক দ্রুত কাজ করতে হবে ৷ 15 কোটি বাড়িতে জলের পাইপ পৌঁছে দিতে হবে ৷ তাই থেমে থাকলে চলবে না ৷ প্রতি মুহূর্তে কাজ করে যেতে হবে ৷

মণিপুর জল সরবরাহ প্রকল্প

মণিপুর জল সরবরাহ প্রকল্প ওই রাজ্য সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ 2024 সালে 'হর ঘর জল'-র লক্ষ্য পূরণের জন্য এই প্রকল্প একটি গুরুত্বপূর্ণ উপাদান ৷ এই প্রকল্প বাবদ বরাদ্দ হয় 3054.58 কোটি টাকা ৷ এই বরাদ্দ টাকার কিছু অংশ নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে নেওয়া হয়েছিল ৷ কেন্দ্র জল জীবন মিশনের জন্য মণিপুরকে এই তহবিল থেকে টাকা দেয় প্রতিটি পরিবারের কাছে স্বচ্ছ জল সংযোগের জন্য ৷ যে তালিকায় রয়েছে 1,185টি বসতি, যার মধ্যে এক লাখ 42 হাজার 749 টি পরিবার রয়েছে ৷

আজকের এই ভিডিয়ো কনফারেন্সে উপস্থিত ছিলেন জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, উত্তরপূর্ব অঞ্চলের উন্নয়নমন্ত্রী জিতেন্দ্র সিং, মণিপুরের রাজ্যপাল নাজমা আকবর আলি হেপতুল্লা ও মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ৷

শুধু মণিপুরে জল সংকট দূর করার বিষয়েই নয়, উত্তরপূর্ব রাজ্যগুলির যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে তাও আজ বলেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "উত্তরপূর্ব রাজ্যগুলির দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে ৷ দিন দিন আমার বিশ্বাস আরও গাঢ় হচ্ছে ৷ কারণ, এই সামগ্রিক অঞ্চলে এখন শান্তি প্রতিষ্ঠিত ৷ শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির মন্ত্র বর্তমানে উত্তরপূর্বে ছড়িয়ে পড়েছে ৷"

মণিপুর-সহ এই অঞ্চলের পর্যটনেরও ভালো সম্ভাবনা রয়েছে ৷ তিনি বলেন, "উত্তরপূর্বের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য এই অঞ্চলের সংস্কৃতির মূল শক্তির প্রতীক ৷ এই রকম পরিস্থিতিতে আধুনিক পরিকাঠামোর সঙ্গে পর্যটনক্ষেত্রগুলি আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে ৷"

ABOUT THE AUTHOR

...view details