সুরাত, 30 এপ্রিল : সুরাতের এক সেশন কোর্ট আসারাম বাপুর ছেলে নারায়ণ সাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে । বাবার মতোই ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয় ছেলে নারায়ণ সাই । তার বিরুদ্ধে দুই তরুণী ধর্ষণের অভিযোগ দায়ের করেছিল।
ধর্ষণের দায়ে আসারাম বাপুর ছেলের যাবজ্জীবন
বাবার মতোই ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয় ছেলে নারায়ণ সাই । সুরাতের এক সেশন কোর্ট আসারাম বাপুর ছেলে নারায়ণ সাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ।
11 বছর আগে আসারাম ও নারায়ণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন সুরাতবাসী দুই বোন । এর আগে আসারামকে এই মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত । সেই মামলায় দুই বোনসহ মোট ৫৩ জন সাক্ষ্য দেন।
ধর্ষণ, অস্বাভাবিক যৌনতা, ষড়যন্ত্রমূলক অপরাধ, মারণাস্ত্র সঙ্গে রেখে দাঙ্গা লাগানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল নারায়ণকে । মামলা দায়ের হওয়ার পর আত্মগোপন করেছিলেন নারায়ণ । FIR দায়ের হওয়ার দুই মাস পর ২০১৩ সালে তাঁকে দিল্লি-হরিয়ানা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছিল ।