পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনায় মৃত 12 - himachal pradesh

হিমাচলপ্রদেশে একটি বাস দুর্ঘটনায় 12 জন মারা গেছেন । নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাইতে পরে গিয়ে এই বিপত্তি বলে জানা গেছে ।

বাস দুর্ঘটনা

By

Published : Apr 27, 2019, 10:04 PM IST

Updated : Apr 27, 2019, 10:10 PM IST

ডালহৌসি, 27 এপ্রিল : হিমাচলপ্রদেশের চম্বা জেলার পঞ্জপুলার কাছে বাস দুর্ঘটনায় 12 জন মারা গেছেন । বাসের 20 জন যাত্রী গুরুতর আহত বলে জানা গেছে । নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায়। বাসটি পাঠানকোট থেকে ডালহৌসি যাচ্ছিল । পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ চালাচ্ছে ।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ডালহৌসির DSP রোহিত ডোগরা ও SDM । আহতরা ডালহৌসির CHC হাসপাতালে চিকিৎসাধীন । গুরুতর আহতদের সেখান থেকে চম্বা মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

DSP রোহিত ডোগরা বলেন, "উদ্ধারকাজ চলছে । এখনও পর্যন্ত 20 জন গুরুতর আহত যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । তাঁদের চিকিৎসা চলছে ।"

Last Updated : Apr 27, 2019, 10:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details