হায়দরাবাদ, 18 অগাস্ট : অযোধ্যায় রামমন্দির নির্মাণ হলে প্রথম ইটটি দান করতে চান শেষ মুঘল সম্রাটের বংশধর হাবিবুদ্দিন টুসি । বর্তমানে হায়দরাবাদে বসবাসকারী হাবিবুদ্দিন নিজেকে মুঘল নবাব বাহাদুর শাহ জ়াফরের ষষ্ঠ প্রজন্মের বলে দাবি করেন । পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, তাঁর হাতে বাবরি মসজিদের জমি তুলে দেওয়া হলে তা তিনি রামমন্দিরের জন্য হস্তান্তর করবেন । এবং সেখানে রামমন্দির নির্মাণের জন্য সোনার ইট দান করবেন । গত বছর সেপ্টেম্বরেও একই প্রতিশ্রুতি দিয়েছিলেন হাবিবুদ্দিন ।
অযোধ্যায় রামমন্দির নির্মাণ হলে সোনার ইট দেব, প্রতিশ্রুতি শেষ মুঘল সম্রাটের বংশধরের
বর্তমানে হায়দরাবাদে বসবাসকারী হাবিবুদ্দিন নিজেকে মুঘল নবাব বাহাদুর শাহ জ়াফরের ষষ্ঠ প্রজন্মের বলে দাবি করেন । তিনি প্রতিশ্রুতি দেন, রামমন্দির নির্মাণের জন্য সোনার ইট দান করবেন ।
চলতি বছরের 8 ফেব্রুয়ারি হাবিবুদ্দিন সুপ্রিম কোর্টে এক আবেদন করে অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় তাঁকে অন্তর্ভুক্ত করতে বলেন । সেই আবেদনের ভিত্তিতে এখনও শীর্ষ আদালতে শুনানি হয়নি । তিনি এই বিষয়ে বলেন, "রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার কোনও পক্ষের কাছেই মালিকানার নথি নেই । সেই ক্ষেত্রে আমি মনে করি বাহাদুর শাহ জ়াফরের বংশধর হওয়ায় আমার মত প্রকাশের অধিকার আছে ।"
সপ্তাহে পাঁচ দিন অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে ৷ প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এই শুনানি চলছে । বেঞ্চে রয়েছেন বিচারপতি এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এসএ নাজ়িরও ৷