পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তেলাঙ্গানায় 100 দিনের কাজে দুর্ঘটনা, মৃত 10

তেলেঙ্গানার নারায়াপেট জেলার একটি পাহাড়ে খননের কাজ করতে গিয়ে মৃত্যু হল 10 শ্রমিকের।

১০০ দিনের কাজে মৃত ১০ শ্রমিক

By

Published : Apr 10, 2019, 1:20 PM IST

Updated : Apr 10, 2019, 3:25 PM IST

নারায়াপেট (তেলাঙ্গানা), 10 এপ্রিল : মাটির ঢিপিতে চাপা পড়ে মৃত্যু হল 10 শ্রমিকের। তাঁদের মধ্যে কয়েকজন মহিলা। তেলাঙ্গানার নারায়াপেট জেলার একটি গ্রামের ঘটনা। শ্রমিকরা যখন ওই এই ঢিপিতে মাটি কাটছিলেন তখন এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে নারায়াপেট জেলায় 100 দিনের কাজ চলছিল। সেই সময় শ্রমিকের উপর ওই মাটির ঢিপি ধসে পড়ে। এই ঘটনায় 10 জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি এই ঘটনাকে "দুর্ভাগ্যজনক" বলেছেন। তিনি উদ্ধারকাজ চালাতে ও আহতদের চিকিৎসার জন্য প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

Last Updated : Apr 10, 2019, 3:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details