পানাজি, 7 জুন : ক্রমবর্ধমান কোরোনা আক্রান্তের সংখ্যাকে মাথায় রেখেই আগামী 30 শে জুন অবধি গোয়ার সমস্ত চার্চ ও মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হল।
গোয়া চার্চের এক মুখপাত্র জানান, রাজ্যে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে চার্চ খোলা হচ্ছে না। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ডায়োসেসান সেন্টার ফর সোশ্যাল কমিউনিকেশন মিডিয়ার ডিরেক্টর ফাদার ব্যারি কারডোজো বলেন, " আমাদের সমস্ত ধর্মযাজক এবং ধর্মবিশ্বাসীদের জানানো হচ্ছে, কোরোনা ভাইরাস সংক্রান্ত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। ফলে আগামীকাল থেকে প্রার্থনার জন্য ধর্মীয় স্থান খোলা সম্ভব নয়। যখন আমরা ধীরে ধীরে বিচক্ষণতা এবং সতর্কতার সঙ্গে বিবেচনা করে সিদ্ধান্ত নেব, তা রাজ্য সরকারের SOP (স্ট্যান্ডার্ড পরিচালন পদ্ধতি) এর সঙ্গে মিলিত হবে, যা ততদিনে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।"
গোয়াতে 30 শতাংশ মানুষ ক্যাথলিক, তবে কোরোনা সংক্রমণের কারণে মার্চ মাস থেকেই সমস্ত চার্চ বন্ধ রাখা হয়েছে। বহু ধর্মযাজকই অনলাইনে যাবতীয় নিয়ম পালন করছেন। ইস্টার ও অন্যান্য উৎসবও জনসমাগম ছাড়াই পালিত হয়েছে।