পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভ্যাকসিন নেওয়ার একদিন পর মৃত স্বাস্থ্যকর্মী ; টিকাকরণের সঙ্গে সম্পর্ক নেই, বললেন স্বাস্থ্য আধিকারিক

মৃতের নাম মাহিপাল সিং৷ তিনি সরকারি হাসপাতালের কর্মী ছিলেন৷ কোরোনার ভ্যাকসিন নেওয়ার 24 ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে ৷ প্রশাসন জানিয়েছে, এই মৃত্যুর সঙ্গে ভ্যাকসিন নেওয়ার কোনও সম্পর্ক নেই৷

moradabad-up-hospital-ward-boy-dies-day-after-vaccine-shot-official-says-unrelated-to-vaccine
ভ্যাকসিন নেওয়ার 24 ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে মৃত মোরাদাবাদের স্বাস্থ্যকর্মী

By

Published : Jan 18, 2021, 1:38 PM IST

লখনউ, 18 জানুয়ারি : কোরোনার ভ্যাকসিন নেওয়ার 24 ঘণ্টার মধ্যেই মারা গেলেন এক সরকারি হাসপাতালের কর্মী৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে৷ রবিবার সন্ধ্যায় 46 বছরের ওই কর্মীর মৃত্যু হয়৷ মৃতের নাম মাহিপাল সিং৷ যদিও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এই মৃত্যুর সঙ্গে ভ্যাকসিন নেওয়ার কোনও সম্পর্ক নেই৷

মোরাদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এমসি গর্গ জানিয়েছেন যে মাহিপাল সিং শনিবার দুপুরে ভ্যাকসিন নেন৷ রবিবার তাঁর শ্বাসকষ্ট শুরু হয় এবং বুকে ব্যথা অনুভব করেন৷ তাই মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে৷ ময়নাতদন্তের রিপোর্ট আসার অপেক্ষা করা হচ্ছে৷ তবে তাঁর বক্তব্য, এর জন্য কোরোনার ভ্যাকসিনের উপর দোষ চাপানো ঠিক নয়৷ কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে ওই ব্যক্তি শনিবার রাতে কাজ করেছেন৷ তখন কোনও সমস্যা ছিল না৷

এদিকে উত্তরপ্রদেশ সরকারের তরফে জানা গিয়েছে যে ময়নাতদন্ত রিপোর্টে ‘কার্ডিয়োজেনিক শক’ এর কথা লেখা হয়েছে৷ আর সেটা কার্ডিও-পালমোনারি ডিজ়িজ়’-এর জন্য এটা হয়েছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে৷

আরও পড়ুন :দ্বিতীয় দিনে ভ্যাকসিন নিলেন 17 হাজারের বেশি মানুষ : স্বাস্থ্যমন্ত্রক

মৃতের ছেলে জানিয়েছেন যে তাঁর বাবা হয়তো টিকা নেওয়ার আগে অসুস্থ থাকতে পারেন৷ কিন্তু টিকা নেওয়ার পরই তিনি আরও অসুস্থ হয়ে পড়েন৷ শনিবার দুপুর দেড়টা নাগাদ তিনিই তাঁর বাবাকে বাড়িতে নিয়ে এসেছিলেন৷ তাঁর বাবার তখন থেকেই শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়৷ তার পর পরিস্থিতি আরও খারাপ হয় বলে মাহিপাল সিংয়ের ছেলে জানিয়েছেন৷

ABOUT THE AUTHOR

...view details