কলকাতা, 8 জুন : বঙ্গোপসাগরের উপর আগামীকালের মধ্যে তৈরি হচ্ছে নিম্নচাপ, জানাল মৌসম ভবন ৷ এর জেরে পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিমসহ উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলির একাংশে বর্ষা প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে ৷ মৌসম ভবন জানিয়েছে, এই নিম্নচাপ বৃষ্টির সম্ভাবনাকে প্রবল করেছে ৷ চলতি মাসের 11 থেকে 12 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ ঢুকতে পারে ৷
গতকাল আঞ্চলিক মৌসম ভবনের ডিরেক্টর GK দাস জানান, বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে নিম্নচাপ ৷ বুধবারের মধ্যে এই নিম্নচাপটি আরও স্পষ্টভাবে চিহ্নিত করা যাবে ৷ আর এই নিম্নচাপ 11 - 12 জুনের মধ্যে সিকিম, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব রাজ্যগুলিতে বর্ষা আসার অনুকুল পরিস্থিতি তৈরি করেছে ৷