পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

12 জুনের মধ্যে রাজ্যে বর্ষা, জানাল মৌসম ভবন

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রাজ্যে আসতে চলেছে বর্ষা ৷ চলতি মাসের 11 থেকে 12 তারিখের মধ্যে রাজ্যে বর্ষা ঢুকবে, জানাল মৌসম ভবন ৷

monsoon-to-reach-bengal-odisha-northeast-by-june-12
12 জুনের মধ্যে রাজ্যে বর্ষা, জানাল মৌসম ভবন

By

Published : Jun 8, 2020, 7:46 AM IST

Updated : Jun 8, 2020, 7:53 AM IST

কলকাতা, 8 জুন : বঙ্গোপসাগরের উপর আগামীকালের মধ্যে তৈরি হচ্ছে নিম্নচাপ, জানাল মৌসম ভবন ৷ এর জেরে পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিমসহ উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলির একাংশে বর্ষা প্রবেশের সম্ভাবনা তৈরি হয়েছে ৷ মৌসম ভবন জানিয়েছে, এই নিম্নচাপ বৃষ্টির সম্ভাবনাকে প্রবল করেছে ৷ চলতি মাসের 11 থেকে 12 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ ঢুকতে পারে ৷

গতকাল আঞ্চলিক মৌসম ভবনের ডিরেক্টর GK দাস জানান, বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে নিম্নচাপ ৷ বুধবারের মধ্যে এই নিম্নচাপটি আরও স্পষ্টভাবে চিহ্নিত করা যাবে ৷ আর এই নিম্নচাপ 11 - 12 জুনের মধ্যে সিকিম, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব রাজ্যগুলিতে বর্ষা আসার অনুকুল পরিস্থিতি তৈরি করেছে ৷

গতকাল বিকালে কলকাতা ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাত হয়েছে ৷ ফলে কিছুটা হলেও গরম থেকে স্বস্তি পেয়েছে মানুষ ৷ বৃষ্টির আগে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ছিল 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ৷ বৃষ্টির জন্য শহরের কয়েকটি এলাকায় জল জমে যায় ৷

ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে । সাধারণত, উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করে 10 জুন নাগাদ । যা অনেকটাই নির্ভর করে কেরালায় মৌসুমি বায়ু কবে ঢুকছে তার উপর । এই বছর 1 জুন কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে । তারপর থেকেই দৃঢ় হয়েছে রাজ্যে বর্ষার সম্ভাবনা ৷

Last Updated : Jun 8, 2020, 7:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details