দ্বারভাঙা, 28 অক্টোবর : বিহারে দ্বিতীয় দফা ভোটের প্রচার সারলেন নরেন্দ্র মোদি । এই প্রচারে অযোধ্যা ইশু সহ কৃষি ঋণের মতো বিষয় উঠে এল তাঁর বক্তব্যে ।
আজ তিনি বলেন, “রাম মন্দির নির্মাণে বিলম্ব নিয়ে যাঁরা আওয়াজ তুলেছিলেন এখন তাঁঁরা করতালি দিচ্ছেন ।” আজ প্রধানমন্ত্রীর প্রচারে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । তাঁঁকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করেন মোদি । বিহারের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য নীতীশ কুমারের প্রশংসা করেন তিনি । কংগ্রেস-RJD জোটের নাম না করে তিনি বলেন, “যারা এতদিন জঙ্গলরাজ চালিয়েছিল বিহারের মানুষ তাদের উৎখাত করবে । সাধারণ মানুষের জীবন আগে অতিষ্ঠ হয়ে উঠেছিল । আমাদের মা-বোনেরা স্বাভাবিকভাবে বাঁচতে পারছিলেন না ।”