পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"BJP শুধু হিন্দি বলয়ের দল ?", সমালোচকদের একহাত মোদির - narendra modi

BJP-বিরোধীরা দাবি করতেন, BJP হিন্দি বলয়ের দল । হিন্দিভাষী অধ্যুষিত রাজ্যগুলিতেই কেবল BJP-র রমরমা । তবে এবারের ভোটের রেজ়াল্ট সেই ধারণাকে ভেঙে দিয়েছে ।

মোদি

By

Published : May 27, 2019, 6:23 PM IST

বারাণসী, 27 মে : "অঙ্কের উপর রসায়ণের জয় এই নির্বাচন ।" লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর প্রথমবার বারাণসী কর্মীসভায় যোগ দিয়ে সমালোচকদের উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী মোদি । পাশাপাশি বারাণসী থেকে তাঁকে নির্বাচিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানান মোদি । বলেন, "আমি দেশের জন্য প্রধানমন্ত্রী । তবে আপনাদের জন্য আমি সাংসদ ও আপনাদের সেবক ।"

এদিকে গোটা দেশের BJP-র শক্তি-বৃদ্ধি নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী দলের নিচু তলার কর্মীদের অবদানকে কুর্নিশ জানিয়েছেন । নির্বাচনের আগে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত ছিল উত্তরপ্রদেশে SP-BSP জোটের কারণে BJP তাদের জমি হারাতে পারে । তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়ে উত্তরপ্রদেশে 64টি আসন পেয়েছে BJP । পাশাপাশি পূর্ব ও উত্তর পূর্ব ভারতেও ভালো ফল করেছে BJP

সেই প্রসঙ্গে মোদি বলেন, "এই দেশের প্রতি প্রান্তে আমাদের শক্তি-বৃদ্ধি হয়েছে । লাদাখ থেকেও আমাদের প্রার্থী জিতেছেন । কর্নাটকে সবচেয়ে শক্তিশালী দল আমাদের । গোয়া এবং উত্তর-পূর্বেও আমাদের সরকার রয়েছে । উত্তর-পূর্বে হিন্দির সমস্যা, তবু আমরা সেখানে রয়েছি । এরপরও রাজনৈতিক পণ্ডিতরা আমাদের শুধুমাত্র হিন্দি বলয়ের দল বলবে ?"

ABOUT THE AUTHOR

...view details