দিল্লি, 26 মে : ডিজ়িটালি উদযাপন হবে মোদি সরকারের দ্বিতীয় পর্যায়ের প্রথম বর্ষপূর্তি। দেশে কোরোনা সংক্রমণ মোকাবিলায় রাজনৈতিক সভাসহ যে কোনও জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে । তাই অনলাইনেই একাধিক কর্মসূচি পালন করবে মোদি সরকার । কেন্দ্রীয়মন্ত্রীরা ডিজ়িটাল সাংবাদিক বৈঠক করবেন । সাধারণ মানুষের সঙ্গে ভিডিয়ো কন্ফারেন্সে কথা বলবেন । সোশাল মিডিয়ায় নানাভাবে মানুষের সঙ্গে সংযোগ রাখবেন তাঁরা ।
দেশজুড়ে ‘ভার্চুয়াল র্যালি’ করবে BJP । 1000-র বেশি অনলাইন কন্ফারেন্স করা হবে । প্রথম বার্ষিকী পালনের জন্য পুরোপুরিভাবে তৈরি মোদি সরকার, এমনটাই জানানো হয়েছে । BJP-র সাধারণ সম্পাদক অরুণ সিং বলেন, “অন্তত তিনটি ভার্চুয়াল র্যালির আয়োজন করা হবে । 750-র বেশি মানুষ অংশ নেবেন । ইন্টারনেটে 1000-র উপর কন্ফারেন্সের আয়োজন করা হবে।”
অরুণ সিং আরও বলেন, “মোদি সরকারের কয়েকটি ঐতিহাসিক সাফল্য রয়েছে ।” কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের কথা উল্লেখ করেন তিনি । পাশাপাশি তিন তালাকের বিরুদ্ধ আইনের কথাও বলেন । মোদি সরকারের দ্বিতীয় পর্যায়ে অযোধ্যা মামলার রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত । অরুণ বলেন, “এই সাফল্যের কথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ।”
মানুষের দীর্ঘদিনের ইচ্ছা এবং স্বপ্ন পূরণ করেছেন নরেন্দ্র মোদি । তাই নরেন্দ্র মোদিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা বলে মনে করছে BJP। 2019 সালে 30 মে দ্বিতীয়বার ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদি । এই বছর 30 মে থেকে সেই উদযাপন শুরু হবে । একমাস ব্যাপী উদযাপন চলবে ।
BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ফেসবুক লাইভে মানুষের উদ্দেশে বক্তৃতা দেবেন । কেন্দ্রীয় মন্ত্রীসহ একাধিক BJP নেতা 150টির উপর সাংবাদিক বৈঠক করবেন বলে দলের তরফে জানানো হয়েছে ।