পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভুয়ো খবর রুখতে জম্মু ও কাশ্মীরে ফের বন্ধ মোবাইল পরিষেবা - army

ফের বন্ধ 2G মোবাইল পরিষেবা । প্ররোচনামূলক ভুয়ো খবর ছড়ানো রুখতে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন ।

জম্মু ও কাশ্মীরে ফের বন্ধ 2G মোবাইল পরিষেবা

By

Published : Aug 18, 2019, 4:10 PM IST

শ্রীনগর, 18 অগাস্ট : একদিনের মধ্যে ফের বন্ধ 2G মোবাইল পরিষেবা । ইদ ও স্বাধীনতা দিবসে বড়সড় বিক্ষোভ না হওয়ায় ধাপে ধাপে বিধিনিষেধ তোলার ইঙ্গিত দিয়েছিল জম্মু প্রশাসন । তবে এরই মাঝে প্ররোচনামূলক ভুয়ো খবর ছড়ানো রুখতে আবারও পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন ।

রাজ্যের মুখ্যসচিব বি ভি আর সুব্রমনিয়ান জানিয়েছিলেন, ধাপে ধাপে ফোন পরিষেবা চালু হবে সপ্তাহান্তেই ৷ সেই মতোই মোট ১০০টি টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে ১৭টি চালু করা হয়েছে । চালু হয়েছে প্রায় ৫০ হাজার ল্যান্ডলাইন । শ্রীনগরের কিছু কিছু এলাকাতেও চালু হয়েছে টেলিফোনের ল্যান্ডলাইন পরিষেবা । তবে পরিস্থিতি খতিয়ে দেখে পরিষেবা বন্ধ করা হল ।

গতকালই কেন্দ্রের তরফে সুপ্রিমকোর্টকে বলা হয়, "জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি প্রতিদিন পর্যালোচনা করা হচ্ছে ৷ নিরাপত্তা সংস্থাগুলির উপর সুপ্রিম কোর্টকে অবশ্যই আস্থা রাখতে হবে ৷" তা ছাড়া কাশ্মীরে সরকারি কর্মীদের কাজে যোগ দিতে বলা হয়েছিল আগেই ৷ আগামীকাল থেকে কাশ্মীরের বন্ধ স্কুল-কলেজও খোলার কথা ।

জম্মু ও কাশ্মীর প্রশাসনের এক আধিকারিক গতকাল জানিয়েছিলেন, 5 অগাস্টের পর গতিবিধি সংক্রান্ত যা কড়াকড়ি ছিল তা ধীরে ধীরে শিথিল করা হচ্ছে ৷ উপত্যকায় পরিস্থিতি শান্তিপূর্ণ, ধাপে ধাপে নিষেধাজ্ঞা উঠে যাবে এবং সোমবার থেকে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব । তবে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তোলার আগে চারটি বিষয়ে নজরদারির কথা বলছে জম্মু ও কাশ্মীর সরকার । যার মধ্যে আছে, হুরিয়াত নেতাদের সতর্কতামূলক ভাবে আটক করে রাখা । সাম্প্রদায়িক বন্ধনের মাধ্যমে যুব সমাজকে পরিস্থিতি বোঝানো । নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গি অনুপ্রবেশ রোখা ।

ABOUT THE AUTHOR

...view details