পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"পাকিস্তানের শিল্পীদের সঙ্গে কাজ করা বন্ধ করুন, নইলে ব্যবস্থা নেব" - atif aslam

পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রায় ৪০ জন CRPF জওয়ানের মৃত্যুর পর পাকিস্তানি গায়কদের বিরুদ্ধে বলিউডে কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)।

রাহাত ফতেহ আলি খান

By

Published : Feb 17, 2019, 12:44 PM IST

মুম্বই, ১৭ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রায় ৪০ জন CRPF জওয়ানের মৃত্যুর পর পাকিস্তানি গায়কদের বিরুদ্ধে বলিউডে কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)। মুম্বইয়ের মিউজ়িক কোম্পানিগুলিকে পাকিস্তানি গায়কদের সঙ্গে কাজ করা বন্ধ করতে বলেছে MNS-এর চিত্রপট সেনা।

গতকাল চিত্রপট সেনার তরফে অমেয় খোপকার বলেন, "আমরা পাকিস্তানি গায়কদের সঙ্গে কাজ না করার ব্যাপারে টি-সিরিজ়, সোনি মিউজ়িক, ভেনাস, টিপস মিউজ়িক সহ অন্যান্য মিউজ়িক কম্পানিগুলির সঙ্গে কথা বলেছি। ওই কম্পানিগুলি পাকিস্তানি গায়কদের সঙ্গে কাজ বন্ধ করুক। নয়তো আমরা আমাদের নিজস্ব পদ্ধতিতে ব্যবস্থা নেব।"

সম্প্রতি, ভূষণ কুমারের টি-সিরিজ় কম্পানি দুটি গানের জন্য পাকিস্তানের গায়ক রাহাত ফতেহ আলি খান এবং আতিফ আসলামের সঙ্গে চুক্তি করেছিল। অমেয় খোপকার দাবি করেন, "আমরা সতর্ক করার পরে টি-সিরিজ় গানগুলি তাদের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে দিয়েছে।"

২০১৬ সালে জঙ্গিদের উরি হামলার পরেও রাজ ঠাকরে নেতৃত্বাধীন MNS একইভাবে পাকিস্তানের শিল্পীদের বিরুদ্ধে বলিউডে কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই বার ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে চলে যেতে বলা হয়েছিল পাকিস্তানের শিল্পীদের।

ABOUT THE AUTHOR

...view details