দিল্লি, 24 জুন : কোরোনা মোকাবিলায় ব্যর্থ মোদি সরকার। অব্যবস্থার জন্যই কোরোনা মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানত্রী সোনিয়া গান্ধি। গতকাল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। সেখানে কোরোনা প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সোনিয়া গান্ধি বলেন, “ফেব্রুয়ারি মাস থেকে দেশে কোরোনা মহামারীর প্রকোপ শুরু হয়। লকডাউনের প্রথম পর্বে কংগ্রেসের তরফে কেন্দ্রীয় সরকারকে সবরকম সহযোগিতার কথা বলা হয়েছিল। কিন্তু এক সপ্তাহের মধ্যে এটা পরিষ্কার হয়ে যায় যে কেন্দ্রীয় সরকার এই লকডাউনের জন্য প্রস্তুত ছিল না।”
লকডাউনের ফলে অনেক পরিযায়ী শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। অনেক সংস্থা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। এপ্রসঙ্গে সোনিয়া বলেন, ”লকডাউনের ফলে হাজার হাজার পরিযায়ী শ্রমিক, দিনমজুর ও স্ব-নির্ভর সংস্থাগুলি বিধ্বস্ত হয়ে পড়েছে। আনুমানিক 1.30 মিলিয়ন মানুষ চাকরি হারিয়েছেন। অনেক ক্ষুদ্র ও মাঝারি সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। হয়ত সেগুলি আর কখনোই খুলবে না।”