পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আম্বেদকরের ছবিতে কালি লাগাল দুষ্কৃতীরা - হরিয়ানা

বি আর আম্বেদকরের ছবিতে কালি লাগাল দুষ্কৃতীরা । হরিয়ানার পাঁচকুলার 25 নম্বর সেক্টরের ঘটনা । সেখানে একটি বেদিতে আম্বেদকরের ছবি ও নাম লেখা ছিল । সেই ছবিতেই কালি লেপে দেয় দুষ্কৃতীরা ।

বি আর আম্বেদকর

By

Published : Aug 12, 2019, 7:48 AM IST

পাঁচকুলা (হরিয়ানা), 12 অগাস্ট : বি আর আম্বেদকরের ছবিতে কালি লাগাল দুষ্কৃতীরা । হরিয়ানার পাঁচকুলার 25 নম্বর সেক্টরের ঘটনা । সেখানে একটি বেদিতে আম্বেদকরের ছবি ও নাম লেখা ছিল । সেই ছবিতেই কালি লেপে দেয় দুষ্কৃতীরা ।

ঘটনাটি নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন স্থানীয় আম্বেদকর ভক্তরা । ঘটনাটি শনিবার গভীর রাতে এবং রবিবার ভোরের মধ্যে ঘটেছে বলে মনে করা হচ্ছে । স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

পাশাপাশি অভিযোগ জানানো হয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের কাছেও ।

ABOUT THE AUTHOR

...view details