ভুসওয়াল, 7 অক্টোবর : মহরাষ্ট্রের ভুসওয়ালে রবিবার রাতে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয়েছে এক BJP নেতা সহ তাঁর পরিবারের তিন সদস্যর ও অন্য একব্যক্তির । হামলার পর দুষ্কৃতীরা পুলিশের কাছে আত্মসমর্পণ করে ।
বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, খুন BJP নেতা-সহ পরিবারের সদস্যরা - rabindra kharat
মহরাষ্ট্রের ভুসওয়ালে রবিবার রাতে দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয়েছে এক BJP নেতা সহ তাঁর পরিবারের তিন সদস্যর ও অন্য একব্যক্তির । হামলার পর দুষ্কৃতীরা পুলিশের কাছে আত্মসমর্পণ করে ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রাতে স্থানীয় BJP নেতা রবীন্দ্র খরাত ও তাঁর পরিবারের সদস্যরা যখন বাড়িতে ছিলেন তখন দুষ্কৃতীরা হামলা চালায় । তারা বাড়িতে ঢুকেই গুলি চালাতে শুরু করে । গুলি চালানোর পাশাপাশি দুষ্কৃতীরা রবীন্দ্র ও অন্যদের উপর চাকু নিয়েও হামলা করে । হামলায় রবীন্দ্র খরাত (55), তাঁর ভাই সুনীল খরাত, রবীন্দ্রর ছেলে প্রেমসাগর খরাত, রোহিত খরাত এবং আরও এক ব্যক্তির মৃত্যু হয় । পুলিশ জানিয়েছে, যে ব্যক্তির পরিচয় জানা যায়নি তিনি সম্ভবত রবীন্দ্রর ছেলে প্রেমসাগরের বন্ধু । তিনি ঘটনার সময় রবীন্দ্রর বাড়িতে ছিলেন ।
গুরুতর জখম অবস্থায় পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু সেখানে তাঁদের মৃত্যু হয় । পুলিশ জানিয়েছে, হামলার পর দুষ্কৃতীরা ঘটনাস্থান থেকে পালিয়ে গেলেও কিছুক্ষণ পর থানায় গিয়ে আত্মসমর্পণ করে । তাদের গ্রেপ্তার করার পাশাপাশি হামলায় ব্যবহৃত সমস্ত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও পারিবারিক বিবাদের জেরেই এই হামলা ।