পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দুধের দাম লিটার প্রতি 30 টাকা করার দাবি মহারাষ্ট্রে - মহারাষ্ট্রে দুধ উৎপাদনকারী

প্রতি লিটারে দুধের দাম 30 টাকা বাড়ানোর দাবি জানিয়ে মহারাষ্ট্রে নিখিল ভারত কৃষক সভার সদস্যরা আজ রাস্তায় দুধ ছড়িয়ে প্রতীকী প্রতিবাদ করে। দুধ উৎপাদক কমিটি এবং সর্বভারতীয় কৃষক সভার উদ্যোগে দুধ উৎপাদকরা রাজ্যজুড়ে বিক্ষোভ শুরু করেছেন।

AIKS
AIKS

By

Published : Aug 1, 2020, 8:34 PM IST

আমেদনগর, 1 অগাস্ট : মহারাষ্ট্রে দুধ উৎপাদনকারীদের বিক্ষোভ তীব্র হওয়ার সাথে সাথে সর্বভারতীয় কিষাণ সভা (AIKS) আজ রাজ্য সরকারের কাছে আবেদন করে বলে যে, দুধের উৎপাদনকারীদের দুধের দাম হিসাবে প্রতি লিটারে 30 টাকা নেওয়া উচিত।

পালঘরের কৃষকরা দরিদ্র লোকদের বিনামূল্যে দুধ বিতরণ করেছেন । পাশাপাশি দুধের দাম বৃদ্ধির দাবিতে প্রতীকী প্রতিবাদ হিসেবে দুধ নষ্ট করে দেয়।

দুধ উৎপাদক কমিটি এবং সর্বভারতীয় কিষাণ সভা এর নেতৃত্বে দুধ উৎপাদকরা রাজ্যজুড়ে বিক্ষোভ শুরু করে। AIKS মহারাষ্ট্রের সাধারণ সম্পাদক, অজিত নাভালে বলেন,"আমাদের দাবি দুধ উৎপাদকদের দুধের দাম হিসাবে লিটার প্রতি 30 টাকা পাওয়া উচিত। পাশাপাশি আমরা চাই সরকারের উচিত দুধের দাম নির্ধারণ করার একটি নীতি তৈরি করা ।

গতকাল একটি বিজ্ঞপ্তির মাধ্যমে AIKS জানায়, সরকারকে অবশ্যই সমস্ত দুধ উৎপাদনকারীকে প্রতি লিটারে 10 টাকার ভরতুকি দিতে হবে ।এরফলে লকডাউন হওয়ার আগে তারা যে লিটার প্রতি 30 টাকার দাম পেতেন তার সাথে ভারসাম্য পেতে পারেন । কৃষকরা এখন যে দাম পাচ্ছেন তা হ্রাস পেয়ে হয়েছে 17 টাকা । যদিও, দুধ গ্রাহকদের কাছে প্রতি লিটার দুধ 48 টাকায় বিক্রি করা হচ্ছে । কেন্দ্রীয় সরকারকে জেনেরিক ওষুধ মার্কিন যুক্তরাষ্ট্র রপ্তানির বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুধ ও দুধজাত পণ্য আমদানির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। পাশাপাশি প্রত্যাহার করতে হবে 26 জুনে পাওয়া আমদানি সংক্রান্ত বিজ্ঞপ্তি যাতে 10 লাখ টন গুঁড়ো দুধের আমদানির উল্লেখ আছে। এই আমদানি সারা ভারতে দুধ উৎপাদনকারীদের ব্যবসাকব্যবসাকে লোকসানের মুখে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন দুধ উৎপাদনকারীরা।

এছাড়াও AIKS এর পক্ষ থেকে দাবি করা হয়ে যে লকডাউনের কারণে দেশের গুদামগুলিতে থাকা দুধের গুঁড়োগুলির জন্য সরকারকে প্রতি কেজি রপ্তানি ভরতুকি দিতে হবে।

ABOUT THE AUTHOR

...view details