পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চিনের সঙ্গে সামরিক ও কূটনৈতিক স্তরে ভারতের আলোচনা ইতিবাচক : রাজনাথ

ভারতের সঙ্গে চিনের সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা ইতিবাচক বলে মহারাষ্ট্রের ভার্চুয়াল জনসভায় জানালেন রাজনাথ সিং । পাশাপাশি তিনি আশ্বাস দেন যে, দেশে নেতৃত্ব বলিষ্ঠ হাতেই সুরক্ষিত আছে ।

Rajnath Singh
ফাইল ফোটো

By

Published : Jun 8, 2020, 10:52 PM IST

মুম্বই, 8 জুন : সামরিক ও কূটনৈতিক স্তরে চিনের সঙ্গে ভারতের আলোচনা ইতিবাচক । পাশাপাশি এই আলোচনা ভবিষ্যতেও বজায় থাকবে । আজ মহারাষ্ট্রে BJP-র ভার্চুয়াল জনসভায় একথা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ।

আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে "মহারাষ্ট্র জনসংবাদ সভা"-য় ভাষণ দেওয়া সময় রাজনাথ সিং বলেন, "দীর্ঘ সময়ের জন্য ভারত ও চিনের মধ্যে সীমান্ত নিয়ে বিতর্ক চলছে । আমরা যত দ্রুত সম্ভব এর সমাধান করতে চাইছি । সামরিক ও কূটনৈতিক স্তরে চিনের সঙ্গে কথা হয়েছে । 6 জুন তাদের সঙ্গে যে আলোচনা হয়েছে তা অত্যন্ত ইতিবাচক । এই সমস্যা সমাধানে উভয় দেশই নিজেদের মধ্যে আলোচনা বজায় রাখতে সম্মতি দিয়েছে ।"

কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং কিছু বিরোধী নেতা ভারত-চিন সীমান্তে কী ঘটছে সে সম্পর্কে সরকারের স্পষ্টতা চেয়েছিলেন । সেই প্রসঙ্গে আজকের ভার্চুয়াল জনসভায় তিনি জানান, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ভারতের গর্বের সঙ্গে কোনওরকম আপোস করবে না । রাজনাথ বলেন, "আমি মানুষকে নিশ্চিত করে বলতে চাই, দেশের নেতৃত্ব বলিষ্ঠ হাতেই আছে । আমরা ভারতের গর্ব ও মর্যাদার সঙ্গে কোনওরকম আপোস করব না । "

রাজনাথ সিং বলেন, "দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আমি একটা কথা বলতে চাই । আমার যদি কিছু বলার থাকে তাহলে তা আমি পার্লামেন্টের ভিতরেই বলব । মানুষকে বিভ্রান্ত করব না ।"

ABOUT THE AUTHOR

...view details