মুম্বই, 8 জুন : সামরিক ও কূটনৈতিক স্তরে চিনের সঙ্গে ভারতের আলোচনা ইতিবাচক । পাশাপাশি এই আলোচনা ভবিষ্যতেও বজায় থাকবে । আজ মহারাষ্ট্রে BJP-র ভার্চুয়াল জনসভায় একথা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ।
আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে "মহারাষ্ট্র জনসংবাদ সভা"-য় ভাষণ দেওয়া সময় রাজনাথ সিং বলেন, "দীর্ঘ সময়ের জন্য ভারত ও চিনের মধ্যে সীমান্ত নিয়ে বিতর্ক চলছে । আমরা যত দ্রুত সম্ভব এর সমাধান করতে চাইছি । সামরিক ও কূটনৈতিক স্তরে চিনের সঙ্গে কথা হয়েছে । 6 জুন তাদের সঙ্গে যে আলোচনা হয়েছে তা অত্যন্ত ইতিবাচক । এই সমস্যা সমাধানে উভয় দেশই নিজেদের মধ্যে আলোচনা বজায় রাখতে সম্মতি দিয়েছে ।"