দিল্লি, 22 অগাস্ট : গতরাতে দিল্লির জোরবাগের বাড়ি থেকে CBI গ্রেপ্তার করে প্রাক্তন অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রী পি চিদম্বরম । পাঁচিল টপকে চিদম্বরমের বাড়িতে ঢোকেন দুজন CBI অফিসার । সেই দুজন অফিসারের মধ্যে একজন হলেন INX MEDIA মামলার তদন্তকারী অফিসার আর পার্থসারথি ।
চিদম্বরমের বাড়ির পাঁচিল টপকে ছিলেন কোন CBI কর্তা? জেনে নিন - CBI
গতরাতে দিল্লির জোরবাগের বাড়ি থেকে CBI গ্রেপ্তার করে প্রাক্তন অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রী পি চিদম্বরম । পাঁচিল টপকে চিদম্বরমের বাড়িতে ঢোকেন দুজন CBI অফিসার । সেই দুজন অফিসারের মধ্যে একজন হলেন INX MEDIA মামলার তদন্তকারী অফিসার আর পার্থসারথি ।
গতকাল রাতে কংগ্রেস সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করার পর বাড়ি ফেরেন পি চিদম্বরম । এরপরই দিল্লি পুলিশের আধিকারিকরা তাঁর বাড়ির নিরাপত্তা বাড়িয়ে দেয় । বাড়ির দরজা বন্ধ করে দেওয়া হয় ।
এরই মধ্যে সেখানে হাজির হয় CBI-র দুটি দল । অফিসারদের মধ্যে দুজন দরজা বন্ধ দেখে পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢোকেন । তাঁদের মধ্যে একজন হলেন INX MEDIA মামলার তদন্তকারী অফিসার আর পার্থসারথি । তিনিই প্রথম চিদম্বরমের বাড়ির পাঁচিল টপকান । বর্তমানে CBI-র DSP পদে রয়েছেন আর পার্থসারথি । তদন্তকারী সংস্থার প্রাক্তন অফিসাররা জানিয়েছেন, আর পার্থসারথি ঠান্ডা মাথার লোক । তিনি খুবই জেদি ।