পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রাণীদের উপর COVID-19 ভ্যাকসিনের প্রয়োগ সফল, দাবি মেডিকাগোর

প্রাণীদের উপর কোভিড-19 পরীক্ষার ফল সফল হয়েছে । এমনই দাবি মেডিকাগো নামে একটি কানাডিয়ান বায়ো ফার্মাসিউটিক্যালস কোম্পানির ।

Medicago
Medicago

By

Published : May 17, 2020, 6:36 PM IST

কিউবেক সিটি, 17 মে: প্রাণঘাতী কোরোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের দাবি করল একটি কানাডিয়ান বায়ো ফার্মাসিউটিক্যালস কোম্পানি । মেডিকাগো নামে ওই কোম্পানির দাবি, প্রাণীদের উপর কোরোনা ভাইরাসের প্রতিষেধকের প্রয়োগ সফল হয়েছে । একটি ইঁদুরের উপর COVID-19 ভ্যাকসিনের প্রয়োগ করা হয়েছিল । দশদিনের মধ্যে যার ফল মিলেছে ।

এই বিষয়ে মেডিকাগোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাথালি ল্যান্ড্রি বলেছেন, "ক্লিনিক্যাল স্টাডি শুরু করার জন্য এই ইতিবাচক ফলাফলগুলি খুবই গুরুত্বপূর্ণ । দ্বিতীয় বুস্ট ডোজের ফলাফল পাওয়া গেলেই এর ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য কানাডার স্বাস্থ্যদপ্তরের কাছে আবেদন করবে মেডিকাগো । পাশাপাশি এই গ্রীষ্মে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চাওয়া হবে ।" তিনি আরও বলেন, "উদ্ভিদের উপর পরীক্ষা সফল হওয়ার পর প্রাণীর উপর এই ইতিবাচক ফলাফল নিয়ে আমরা ভীষণ আশাবাদি ।"

যদিও মানবদেহে এই ভ্যকসিনের ডোজ কতটা দেওয়া হবে তা এখনও নির্ধারিত হয়নি । তবে কুইবেক ও নর্থ ক্যারোলিনাতে যে সুবিধাগুলো রয়েছে তাতে বছরে 20 থেকে 100 মিলিয়ন ডোজ উৎপাদন করা যেতে পারে বলে অনুমান মেডিকাগোর । এই নিয়ে কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অপারেশনস মিচেল শ্যাঙ্ক বলেছেন, "কানাডায় 20 মিলিয়ন এবং ন্র্থ ক্যারোলিনায় 100 মিলিয়ন ডোজ তৈরির চেষ্টায় দিন রাত এক করে খাটছি । 2023 সালের মধ্যে আমাদের কুইবেকের কারখানায় বছরে 1 বিলিয়ন COVID-19 ভ্যাকসিনের ডোজ তৈরি করতে পারব ।"

গত মার্চ মাসে ভ্যাকসিন তৈরিতে প্রোটিনের বায়োরিঅ্যাক্টর হিসাবে গাছ ব্যবহার করে সফল হওয়ার কথা ঘোষণা করেছিল মেডিকাগো ।কোরোনা ভাইরাসের জেনেটিক সিকোয়েন্স আবিষ্কারের মাত্র 20 দিনের মাথায় এই সফলতার কথা ঘোষণা করে কানাডিয়ান ফার্মা কোম্পানিটি ।মেডিকাগো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের অর্থায়নে পরিচালিত হয় । তাই ওষুধটি বাজারে ছাড়ার জন্য যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসম্পদ বিভাগের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন লাগবে ।

ABOUT THE AUTHOR

...view details