পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ঝাড়ুুুুদার পদে আবেদন ৪৬০৭ MBA, ইঞ্জিনিয়রের - engineer

ঝুলিতে ডিগ্রি স্নাতোকত্তরের। আবেদন করছেন ঝাড়ুদার পদের।

ছবি সৌজন্যে pixabay

By

Published : Feb 7, 2019, 8:38 PM IST

চেন্নাই, ৭ ফেব্রুয়ারি : ঝাড়ুদার পদে শূন্যপদ ১০। স্যানিটারি ওয়ার্কার পদে ফাঁকা ৪টি আসন। তামিলনাড়ু সচিবালয়ে সেই ঝাড়ুদার ও স্যানিটারি ওয়ার্কার পদে চাকরির জন্য আবেদন করলেন M.Tech, B.Tech, MBA ও স্নাতকোত্তর পড়ুয়ারা। ৪৬০৭ জন MBA, ইঞ্জিনিয়র আবেদন করেছেন।

ঝাড়ুদারের ১০ টি শূন্য পদে ও স্যানিটারি ওয়ার্কারের ৪ টি শূন্য পদের জন্য যাদের ডিপ্লোমা রয়েছে এমন অনেকজনও আবেদন জানিয়েছেন। অথচ এই পদগুলিতে আবেদনের জন্য শারীরিকভাবে সক্ষম হলেই হবে। সর্বনিম্ন বয়সসীমা ১৮ এবং সর্বোচ্চ বয়সসীমা বিভিন্ন পদের জন্য বিভিন্ন হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details