পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা ভ্যাকসিন নিতে ব্রিটেনে যেতে চেয়ে ফোন বিভিন্ন ভ্রমণ সংস্থায় - Travel Agents

আগামী সপ্তাহ থেকে ব্রিটেনে মিলবে অ্যামেরিকান সংস্থা ফাইজ়ারের তৈরি ভ্যাকসিন ৷ ওই ভ্য়াকসিন নিতে ব্রিটেনে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অনেক ভারতীয় ৷ জানাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের ভ্রমণ সংস্থার কর্মীরা ৷ ভ্রমণ সংস্থাগুলির তরফেও শুধুমাত্র ভ্যাকসিনের জন্য বিশেষ প্যাকেজের কথা চিন্তা-ভাবনা করা হচ্ছে ৷

ফাইজ়ার ভ্যাকসিন
ফাইজ়ার ভ্যাকসিন

By

Published : Dec 3, 2020, 4:06 PM IST

দিল্লি, 3 ডিসেম্বর : বুধবারই বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেন অ্যামেরিকান সংস্থা ফাইজ়ারেরতৈরি কোরোনা ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে ৷ আর তারপরই ফোনের পর ফোন আসতে শুরু করেছে দেশের বিভিন্ন ভ্রমণ সংস্থার অফিসে ৷ অনেকেই জানতে চাইছেন কম খরচে ব্রিটেন ভ্রমণের কোনও প্যাকেজ রয়েছে কি না ৷ জানাচ্ছেন একাধিক ভ্রমণ সংস্থায় কর্মরত ট্র্যাভেল এজেন্টরা ৷

গতকালই ইংল্যান্ডের সরকার ইন্ডিপেনডেন্ট মেডিসিন অ্যান্ড হেল্থকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির তরফে ফাইজ়ারের ভ্যাকসিনকে অনুমোদন দেওয়ার আবেদন মঞ্জুর করেছে ৷ আগামী সপ্তাহের শুরুতেই ব্রিটেনে পাওয়া যাবে ওই ভ্যাকসিন ৷ খবর চাউর হতেই অনেক ভারতীয় ব্রিটেনে যাওয়ার আগ্রহ প্রকাশ করছেন ৷ আর এই সুযোগকে কাজে লাগিয়ে নতুন প্যাকেজ লঞ্চের চিন্তা-ভাবনা শুরু করেছে অনেক ভ্রমণ সংস্থা ৷

দিল্লির একটি ভ্রমণ সংস্থায় কর্মরত এক ট্র্যাভেল এজেন্ট জানাচ্ছেন, চাহিদার কথা মাথায় রেখে ইতিমধ্যেই তাঁদের সংস্থার তরফে কম খরচে তিন রাতের প্যাকেজ শুরু করার কথা ভাবা হচ্ছে ৷ অন্যদিকে মুম্বইয়ের এক জনৈক ট্র্যাভেল এজেন্ট জানাচ্ছেন, গতকাল অনেকেই ফোন করেছেন ৷ ব্রিটেনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ৷ জানতে চেয়েছেন, কোরোনা ভ্যাকসিন নিতে গেলে কবে, কখন, কীভাবে যেতে হবে ৷ যদিও তিনি তাঁদের জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে এ বিষয়ে তাঁর পক্ষে কিছু বলা সম্ভব নয় ৷ কারণ ভারতীয়রা ব্রিটেনে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন কি না সেটাই এখনও স্পষ্ট নয় ৷ বলেন, "আমার অনুমান ভ্যাকসিন দেওয়া শুরু হলে প্রথমে সে দেশের স্বাস্থ্যকর্মী এবং বয়স্করা সুযোগ পাবেন ৷ "

আরও পড়ুন :ফাইজ়ারের তৈরি কোরোনা ভ্য়াকসিনকে ছাড়পত্র ব্রিটেনের, মিলবে আগামী সপ্তাহেই

একটি বেসরকারি ভ্রমণ সংস্থার কর্ণধার নিশান্ত পিট্টি বলেন, " এটা লন্ডনে যাওয়ার সিজ়ন নয় ৷ কিন্তু বুধবারের ঘোষণার পর থেকেই একাধিক ফোন আসে ৷ ব্রিটেনের ভিসা রয়েছে এবং লন্ডনে যাওয়ার সামর্থ্য রয়েছে এমন অনেকেই ফোন করেছেন ৷" জানান, ব্রিটেন সরকারের তরফে এখনও স্পষ্ট করা হয়নি যে ভারতীয়রা ব্রিটেনে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন কি না ৷ পাশাপাশি যাঁরা ভ্যাকসিন নিতে সে দেশে যাবেন তাঁদের কতদিনের জন্য কোয়ারানটিনে থাকতে হবে ৷ তবে তাঁর সংস্থা অবশ্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ শুধুমাত্র ভ্যাকসিন নিতে যাওয়ার জন্য তিন রাতের জন্য প্যাকেজ লঞ্চের চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে ৷ নিশান্ত বলেন, "বিমান সংস্থার সঙ্গে দর কষাকষি চলেছে ৷ লন্ডনের বিভিন্ন হোটেলের সঙ্গেও কথা হয়েছে ৷ সে দেশের বিভিন্ন হাসপাতালের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে ৷ এমন কোনও প্যাকেজ শুরু করা যায় কি না তা নিয়ে আলোচনা চলছে ৷ "

ডিসেম্বরের 15 তারিখ থেকে আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হতে চলেছে ব্রিটেনে ৷ ব্রিটেনে পৌঁছানোর পর যাত্রীদের প্রথমে 5 দিন সেল্ফ কোয়ারানটিনে থাকতে হবে ৷ ষষ্ঠ দিনে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে ৷ যদি নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে তবে তাঁকে আর কোয়ারানটিনে থাকতে হবে না ৷ এখন দেখার ভিসা রয়েছে এমন ভারতীয়রা ভ্যাকসিন নিতে চাইলে ব্রিটেনের তরফে কী পদক্ষেপ করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details