পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইরান থেকে লাদাখে ফেরা ব্যক্তি কোরোনা পজ়িটিভ, আক্রান্ত বেড়ে 42 - leh

লাদাখে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 42 । অর্ধেকের বেশিজন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন । বাকি 21জন এখনও চিকিৎসাধীন ।

t

By

Published : May 14, 2020, 1:02 PM IST

লেহ (লাদাখ), 14 মে: ইরান থেকে লাদাখে ফিরে আসা এক ব্যক্তির শরীরে মিলল কোরোনা ভাইরাস । এনিয়ে লাদাখে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 42 । গতকালের রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে ।

তবে কোরোনা আক্রান্তদের মধ্যে অর্ধেকের বেশিজন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন । বাকি 21 জন স্থিতিশীল । স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, "ইরান থেকে ফেরা লে জেলার এক ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । লে-তে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19 । বাকি দু'জন কার্গিল জেলার।"

অন্যদিকে সম্প্রতি চিটকান কমিউনিটি হেল্থ কেয়ার সেন্টারে কনটেনমেন্ট জ়োন থেকে আসা এক মহিলা সন্তান প্রসব করেছেন । মা ও শিশু দু'জনেই আপাতত সুস্থ বলে খবর ।

ABOUT THE AUTHOR

...view details