পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পোষ্যকে ঘিরে প্রতিবেশীর সঙ্গে বচসা, গুলিবিদ্ধ ব্যক্তি - পোষা কুকুরকে ঘিরে প্রতিবেশীর সাথে বচসা

স্থানীয় সূত্রে খবর, রাজেশ তাঁর পোষা কুকুরটিকে সঙ্গে করে গ্রামে হাঁটতে বেরিয়েছিলেন । সেইসময় তাঁর প্রতিবেশী দীপক মিশ্র কুকুরটিকে নিয়ে কুমন্তব্য করে । শুরু হয় বচসা । ক্ষোভের বশে দীপক রাজেশকে উদ্দেশ্য করে গুলি চালায় বলে অভিযোগ ।

Man shot in UP
Man shot in UP

By

Published : Sep 21, 2020, 8:28 PM IST

এটাহ(উত্তরপ্রদেশ), 21 সেপ্টেম্বর : পোষা কুকুরকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে বচসার জেরে গুলিবিদ্ধ ব্যক্তি । পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম রাজেশ মিশ্র । আজ ঘটনার পরই দ্রুত তাঁকে আগ্রার এক হাসপাতালে ভরতি করা হয় ।

স্থানীয় সূত্রে খবর, আজ রাজেশ তাঁর পোষা কুকুরটিকে সঙ্গে করে গ্রামে হাঁটতে বেরিয়েছিলেন । সেইসময় তাঁর প্রতিবেশী দীপক মিশ্র কুকুরটিকে নিয়ে কুমন্তব্য করে । শুরু হয় বচসা । ক্ষোভের বশে দীপক রাজেশকে উদ্দেশ্য করে গুলি চালায় বলে অভিযোগ ।

অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওপি সিং জানান, উভয় পক্ষই গুলি চালিয়েছিল । তবে অভিযুক্ত পলাতক । অভিযুক্তকে খুঁজতে দুই বাহিনী পুলিশ কাজে লাগানো হয়েছে । রাজেশের পরিবারের তরফে চার জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details