কাকিনাড়া, (অন্ধ্রপ্রদেশ) : পাঁচ বছরের শিশুকন্য়াকে ধর্ষণের অভিযোগ উঠল অপরিচিত এক ব্য়ক্তির বিরুদ্ধে ৷ বুধবার এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত রাতের অন্ধকারে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় ৷ এরপর শহরের থেকে কিছুটা দূরে একটি শ্মশানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে ৷
ঘুমন্ত শিশুকন্য়াকে অপহরণ করে ধর্ষণ
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের পরিচয় জানতে পেরেছে পুলিশ ৷ তার নাম পিল্লিরাজু, বাড়ি গোল্লিপেটায় ৷ পেশায় দিনমজুর ওই অভিযুক্তের নিজের দু’টি কন্য়া সন্তান রয়েছে ৷ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, শিশুটি তার দাদু-দিদার সঙ্গে থাকে ৷ চাকরি সূত্রে, তার মা হায়দরাবাদে থাকেন ৷ বুধবার রাতে শিশুটি যখন তাঁর দাদু-দিদার বাড়িতে ঘুমাচ্ছিল তখন অভিযুক্ত তাকে অপহরণ করে নিয়ে যায় ৷ এরপর শহরের থেকে কিছুটা দূরে একটি শ্মশানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ ভোরের আলো ফুটতে রক্তাক্ত অবস্থায় ওই শিশুটিকে দেখতে পান এক ব্য়ক্তি ৷ তিনিই শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেন ৷
বর্তমানে শিশুটি কাকিনাড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ জেলা পুলিশ সুপার হাসপাতালে গিয়ে ওই শিশুটিকে দেখে এসেছেন ৷ হাসপাতাল কর্তৃপক্ষকে শিশুটির চিকিৎসায় সব রকমের ব্য়বস্থা নেওয়ার নির্দেশ দিয়ে এসেছেন তিনি ৷