পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

35 টাকার জন্য RTI, রেলের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে পেলেন 33 - kota

35 টাকার জন্য রেল মন্ত্রকের সঙ্গে টানা দু'বছরের লড়াই শেষে 33 টাকা ফেরত পেলেন যাত্রী ।

ফাইল ফোটো

By

Published : May 9, 2019, 12:31 PM IST

জয়পুর, 9 মে : মাত্র 35 টাকার জন্য দু'বছরের লড়াই । RTI-র দীর্ঘ প্রক্রিয়া শেষে 33 টাকা ফিরে পেলেন কোটার বাসিন্দা সুজিত স্বামী। তাঁর আক্ষেপ, হয়রানির ক্ষতিপূরণ না দিয়ে উলটে 2 টাকা কেটে নিয়েছে রেলমন্ত্রক ।

বছর 30-এর সুজিত স্বামী কোটার ইঞ্জিনিয়ার । 2017 সালের এপ্রিলে কোটা থেকে নিউ দিল্লি যাওয়ার জন্য গোল্ডেন টেম্পল মেলের টিকিট কাটেন তিনি । 2 জুলাই যাওয়ার কথা থাকলেও বিশেষ কারণে টিকিটটি ক্যানসেল করেন । ফেরত পান 665 টাকা( টিকিটের মূল্য 765 টাকা) । রেলের তরফে হিসেব দেওয়া হয় 65 টাকা কেটে নেওয়া হয়েছে টিকিট ক্যানসেলেশন ফি হিসেবে এবং বাকি 35 টাকা কাটা হয়েছে GST-র জন্য ।

এরপরই RTI করেন সুজিত স্বামী । তাঁর বক্তব্য ছিল, GST লাগু হয়েছে 1 জুলাই কিন্তু টিকিট ক্যানসেল করেছেন তার আগে । তাই কেন অতিরিক্ত 35 টাকা কেটে নেওয়া হবে ? এদিকে, 2018 সালে লোক আদালত তাঁর পিটিশন খারিজ করে দেয় । জানায়, এটা তাদের এক্তিয়ারের বাইরে । অনেক লড়াই শেষে তাঁর যুক্তি মেনে নেয় IRCTC । চলতি বছরের 1 মে তাঁর অ্যাকাউন্টে 33 টাকা ট্রান্সফার করে IRCTC ।

কিন্তু, 35-র বদলে 33 কেন ? তার উত্তর পাওয়া যায়নি । স্বামীর বক্তব্য, হয়রানির ক্ষতিপূরণ তো দিলই না, উলটে 2 টাকা কেটে নিল রেলমন্ত্রক ।

ABOUT THE AUTHOR

...view details