দেরাদুন, 23 মে : পুলিশকর্মীদের জন্য অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজ়ার যন্ত্র তৈরি করলেন উত্তরাখণ্ডের এক ব্যক্তি । উত্তরাখণ্ড পুলিশের বিভিন্ন বিভাগের কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছেন গুরুবিন্দর আনন্দ । এই যন্ত্রে সেন্সরের ব্যবস্থা রয়েছে । যন্ত্রের নির্দিষ্ট স্থানে হাত রাখলেই হাতে স্যানিটাইজ়ার পড়বে ।
অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজ়ার মেশিন তৈরি উত্তরাখণ্ডের ব্যবসায়ীর - corona update
অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজ়ার যন্ত্র তৈরি করলেন উত্তরাখণ্ডের এক ব্যক্তি । পুলিশের বিভিন্ন বিভাগে এই যন্ত্র বসিয়েছেন । বিনামূল্যেই এই পরিষেবা দিচ্ছেন স্থানীয় ব্যবসায়ী গুরুবিন্দর ।
পেশায় ব্যবসায়ী গুরুবিন্দর । এই যন্ত্র আবিষ্কারের পর পুলিশের বিভিন্ন বিভাগের অফিসে এই যন্ত্র বসিয়েছেন । বিনামূল্যেই এই পরিষেবা দিচ্ছেন তিনি । কিন্তু কীভাবে কাজ করবে এই যন্ত্র? তাও বোঝালেন গুরুবিন্দর । বলেন, “যন্ত্রের নির্দিষ্ট স্থানে হাত রাখলেই স্যানিটাইজ়ার হাতে পড়বে । যন্ত্রটি ছোঁয়ারও দরকার নেই । ফলে সংক্রমণ ছড়াবে না । বিভিন্ন সরকারি দপ্তর এবং হোটেলে এই যন্ত্রের ব্যবহার কার্যকরী হতে পারে ।”
যন্ত্রটিতে স্যানিটাইজ়ার ভরতি থাকলে প্রায় 100 জন এর সুবিধা পাবেন । তাঁদের হাত স্যানিটাইজ় হবে । একবার চার্জ করলে 12 ঘণ্টা সক্রিয় থাকবে এই অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজ়ার যন্ত্রটি ।