পুনে, 28 মার্চ : জঙ্গি সন্দেহে পুনে থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বিহার ও মহারাষ্ট্রের অ্যান্টি টেরোরিজ়ম স্কয়্যাড(ATS)। ধৃত শরিয়ত মণ্ডল বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন(JMB)-র সদস্য।
পুনে থেকে গ্রেপ্তার JMB জঙ্গি, উদ্ধার ISIS-র পোস্টার - terrorist
পুনে থেকে জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বিহার ও মহারাষ্ট্রের অ্যান্টি টেরোরিজ়ম স্কয়্যাড(ATS)।
ছবিটি প্রতীকী
25 মার্চ বিহারের অ্যান্টি টেরোরিজ়ম স্কয়্যাড(ATS) পটনা থেকে দুই বাংলাদেশি জঙ্গিকে গ্রেপ্তার করে। ধৃত খাইরুল মণ্ডল ও আবু সুলতান বাংলাদেশের খুলনা ও চাপাতাল্লার বাসিন্দা। এদের জেরা করে উঠে আসে শরিয়তের নামে। আজ পুনেতে অভিযান চালায় বিহার ও মহারাষ্ট্রের ATS। গ্রেপ্তার করা হয় শরিয়ত মণ্ডলকে।
ধৃতের কাছে থেকে জঙ্গি সংগঠন ISIS-র পোস্টার ও বেশকিছু নথি উদ্ধার হয়েছে। আরও জানা গেছে, সে নাকি পশ্চিমবঙ্গ, কেরালা, দিল্লি ও বিহারেও গিয়েছিল।