পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মুখ্যমন্ত্রীর বাসভবনের সাড়ে 7 লাখ টাকা জলের বিল বকেয়া - mumbai

ফড়ণবিশের সরকারি বাসভবন "বর্ষা"-কে ডিফল্টার ঘোষণা করেছে বৃহন্মুম্বই পৌরনিগম (BMC) । ফড়ণবিশের এই বাসভবনের প্রায় সাড়ে সাত লাখ টাকার জলের বিল বাকি রয়েছে ।

ফড়ণবিশ

By

Published : Jun 24, 2019, 9:13 PM IST

মুম্বই, 24 জুন : বিধানসভা নির্বাচনের আগে অস্বস্তিকর পরিস্থিতিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ । ফড়ণবিশের সরকারি বাসভবন "বর্ষা"-কে ডিফল্টার ঘোষণা করেছে বৃহন্মুম্বই পৌরনিগম (BMC) । ফড়ণবিশের এই বাসভবনের প্রায় সাড়ে সাত লাখ টাকার জলের বিল বাকি রয়েছে । যার জেরে তাঁর বাসভবনকে ডিফল্টার ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে ।

তবে শুধু মুখ্যমন্ত্রীই নন, রাজ্য সরকারের মোট 18 জন মন্ত্রীর বাসভবনকে ডিফল্টার ঘোষণা করা হয়েছে । এই তালিকায় সুধীর মুনগানতিওয়ার, বিনোদ তাওড়ে, পঙ্কজা মুন্ডে, একনাথ শিন্ডে এবং রামদাস কদমের মতো মন্ত্রীরাও রয়েছেন ।

এক RTI-র মাধ্যমে এই সকল মন্ত্রীদের বাসভবনের জলের বিল বকেয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে । জানা গেছে, মহারাষ্ট্রে সরকারি বাসভবনগুলো থেকেই BMC জলের বিল বাবদ প্রায় 8 কোটি টাকা পায় । RTI থেকে জানা গেছে, 2001 সাল থেকে বিভিন্ন সরকারি বাসভবনগুলোর জলের বিল মেটানো হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details