পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্বরাষ্ট্র, অর্থ, সেচ, আবাসন, মন্ত্রিসভায় বাজিমাত NCP-র - মহারাষ্ট্র

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন পরবর্তী জট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল শরদ পাওয়ারের দল ৷ মুখ্যমন্ত্রীর পদ না পেলেও এবার মন্ত্রিসভার পদবণ্টনে সমান-সমান আধিপত্য বজায় রাখল পাওয়ার পরিবার ৷ NCP-র হাতে গেল স্বরাষ্ট্র, অর্থ, সেচ, আবাসন সহ বেশ কিছু ভারী ভারী পদ ৷

Maharashtra
মন্ত্রিসভায় বাজিমাত NCP-র

By

Published : Jan 5, 2020, 11:49 AM IST

মুম্বই, 5 জানুয়ারি : মহারাষ্ট্রে মহাবিকাশ আগাড়ি সরকারের মন্ত্রিসভার পদবণ্টন হল আজ ৷ পর্যটন, পরিবেশ ও প্রোটাকল দপ্তর পেলেন আদিত্য ঠাকরে ৷ NCP-র হাতে গেল স্বরাষ্ট্র, অর্থ, সেচ, আবাসন সহ বেশ কিছু ভারী ভারী পদ ৷ উপমুখ্যমন্ত্রীর পদও থাকল পাওয়ারদের হাতেই ৷

মন্ত্রিসভার পদবণ্টনের তালিকা (1/2)

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন পরবর্তী জট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল শরদ পাওয়ারের দল ৷ মুখ্যমন্ত্রীর পদ না পেলেও এবার মন্ত্রিসভার পদবণ্টনে নিজেদের সমান সমান আধিপত্য বজায় রাখল পাওয়ার পরিবার ৷ মন্ত্রিসভার আসনবণ্টনের দিক থেকেও সেনাকে টেক্কা দিল NCP ৷ সেনার 15টি পদকে ছাপিয়ে গেছে NCP-র 16টি পদ ৷ উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার পেলেন অর্থ ও প্ল্যানিং দপ্তর ৷ অনিল দেশমুখ পেয়েছেন আবাসনের দায়িত্ব ৷ শ্রম ও আবগারি দপ্তর পেয়েছেন দিলীপ ওয়ালসে পাটিল ৷ আবাসনের দায়িত্ব পেলেন জিতেন্দ্র আহওয়াদ ৷ ধনঞ্জয় মুণ্ডে পেয়েছেন সামাজিক বিচারের দপ্তর ৷

মন্ত্রিসভার পদবণ্টনের তালিকা (2/2)

আইন দপ্তর নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ সঞ্জয় রাউত পেলেন বনদপ্তর ৷ শিবসেনার তরফে নগরোন্নয়নের দায়িত্ব পেলেন একনাথ শিণ্ডে ৷ সুভাষ দেশাই পেলেন শিল্প ৷ উচ্চশিক্ষা দপ্তর পেলেন উদয় সামন্ত ৷ পাশাপাশি কংগ্রেসের হাতে এল PWD, রাজস্ব ও চিকিৎসাবিদ্যা বিষয়ক দপ্তর ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বন পেলেন PWD ৷ বালাসাহেব থোরাট পেলেন রাজস্ব ৷ বর্ষা গায়কোয়াড় পেলেন চিকিৎসাবিদ্যা বিষয়ক দপ্তর ৷

ABOUT THE AUTHOR

...view details