পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজীব হত্যায় দোষী নলিনীর প্যারোল বাড়ানোর আবেদন খারিজ - chennai

চলতি বছরের 25 জুলাই নলিনী মেয়ের বিয়ের জন্য প্যারোলের আবেদন করে একমাসের জন্য ছাড়া পেয়েছিলেন । প্যারোলের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল । তবে আজ মাদ্রাজ় হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয় ।

রাজীব হত্যায় দোষী নলিনীর প্যারোল বাড়ানোর আবেদন খারিজ

By

Published : Sep 12, 2019, 2:22 PM IST

চেন্নাই, 12 সেপ্টেম্বর : রাজীব গান্ধি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে যাবজ্জীবন সাজা হয়েছে নলিনী শ্রীহরণের । 52 বছরের নলিনী এখনও পর্যন্ত ভারতের দীর্ঘতম মেয়াদের বন্দি । চলতি বছরের 25 জুলাই নলিনী মেয়ের বিয়ের জন্য প্যারোলের আবেদন করে একমাসের জন্য ছাড়া পেয়েছিলেন । প্যারোলের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিল । তবে আজ মাদ্রাজ় হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয় । এরপর ফের জেলে পাঠানো হয় নলিনীকে ।

এর আগে মাদ্রাজ হাইকোর্টে মেয়ের বিয়ের জন্য প্যারোলের আবেদন করেছিল নলিনী । তাঁর আবেদনে সাড়া দিয়েছিল আদালত । নলিনীর মেয়ে হরিত্রা পেশায় চিকিৎসক । সে বর্তমানে লন্ডনে থাকে । প্যারোলের শর্ত মেনে নলিনী কোনও রাজনীতিবিদের সঙ্গে দেখা করতে পারেনি । কোনও বিবৃতি দিতে পারেনি এবং সংবাদমাধ্যমে কোনও সাক্ষাৎকারও দিতে পারেনি ।

আজ মাদ্রাজ় হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয় । এরপর ফের জেলে পাঠানো হয় নলিনীকে ।

1991 সালের 21 মে LTTE-র মানববোমা বিস্ফোরণে নিহত হন রাজীব গান্ধি । রাজীব গান্ধির হত্যা দেশের অন্যতম হাই প্রোফাইল মামলা । বিস্ফোরণের সময় ঘটনাস্থানে ছিল নলিনীও । এই ঘটনায় নলিনী ও আরও চক্রান্তকারী মুরুগান রাজীব হত্যার পর বেশ কিছুদিন লুকিয়ে ছিল । 1991 সালের 15 জুন চেন্নাইয়ে সৈদাপেট বাস স্ট্যান্ড থেকে নলিনীকে গ্রেপ্তার করা হয় । 1998 সালে নলিনী, মুরুগান এবং আরও পাঁচজনকে আদালত মৃত্যুদণ্ডের সাজা শোনায় । পরের বছর শীর্ষ আদালতও সেই রায় বহাল রাখে । তবে সাজা কমানোর জন্য নলিনী ও মামলায় দোষী সাব্যস্ত আরও 6 জন আইনি লড়াই চালিয়ে যাচ্ছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details