পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কিশোরীকে গণধর্ষণের পর শ্বাসরোধ করে মুন্ডচ্ছেদ - rape

১৩ মার্চ স্কুল থেকে ফেরার পরই নিখোঁজ হয়ে যায় কিশোরী। পরিবারের তরফে ১৪ মার্চ থানায় অভিযোগ দায়ের করা হয়। ওইদিনই কিশোরীর মুন্ডহীন দেহ ওই গ্রামেরই একটি মাঠ থেকে পাওয়া যায়। গণধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করে কিশোরীর কাকা ও ভাইয়েরা।

ছবিটি প্রতীকী

By

Published : Mar 19, 2019, 2:50 PM IST

সাগর (মধ্যপ্রদেশ), ১৯ মার্চ : এক কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ করা হল। মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে খুন করে কিশোরীর কাকা ও ভাইয়েরা। ঘটনাটি মধ্যপ্রদেশের সাগরের। ১৩ মার্চ স্কুল থেকে ফেরার পরই নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী। পরিবারের তরফে ১৪ মার্চ থানায় অভিযোগ দায়ের করা হয়। ওইদিনই কিশোরীর মুন্ডহীন দেহ ওই গ্রামেরই একটি মাঠ থেকে পাওয়া যায়।

জানা গেছে, পরীক্ষা দিয়ে ফেরার পথে তার এক ভাই ১৩ মার্চ তাকে কাকার বাড়িতে নিয়ে যায়। তারপর ওই কাকা ও ভাইয়েরা মিলে তাকে ধর্ষণ করে। সে পুলিশে অভিযোগ দায়ের করার কথা বললে তার কাকিমা শ্বাসরোধ করে। মৃত্যু নিশ্চিত করতে এরপর তার মাথা কেটে মাঠে ফেলে দেওয়া হয়।

পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তার কাকা গ্রামেরই ছোটে প্যাটেল নামে একজনের উপর সন্দেহ প্রকাশ করে। সে বলে জমি বিবাদের জেরে ছোটেই তাকে খুন করেছে। তারপর তদন্তে বারবার পুলিশকে বিপথে চালানোর চেষ্টা করেছে তার কাকা।

এবিষয়ে পুলিশের এক আধিকারিক অমিত সাংঘি বলেন, "দেহটি উদ্ধারের পর তার ময়নাতদন্ত হয়। সেই রিপোর্টে প্রমাণ হয় তাকে ধর্ষণ করা হয়েছে। বাকি পরিবারের তরফ থেকে অনেক ছোটো ছোটো বিষয় উঠে আসে যা পরবর্তীকালে তদন্তে সাহায্য করে। আমাদের সিনিয়র অফিসাররা কাপড় ও খুনের অস্ত্র উদ্ধার করেছে। আমরা কাকা ও ভাইদের গ্রেপ্তার করেছি। "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details