পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লখনউয়ে CAA বিক্ষোভকারীদের কম্বল, খাবার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে - CAA প্রত্যাহারের দাবিতে লখনউতে বিক্ষোভ মহিলাদের

গতরাতে লখনউয়ে বিক্ষোভকারীদের কম্বল এবং খাবার কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে লখনউ পুলিশের বিরুদ্ধে  ৷ এই সংক্রান্ত কয়েকটি ভিডিয়োও সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে ৷ যদিও পুলিশের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

lucknow protest
CAA বিরোধী বিক্ষোভ লখনউতে

By

Published : Jan 19, 2020, 12:54 PM IST

Updated : Jan 19, 2020, 2:02 PM IST

লখনউ, 19 জানুয়ারি : CAA, NRC এবং NPR প্রত্যাহারের দাবিতে 144 ধারা উপেক্ষা করে উত্তরপ্রদেশের লখনউয়ে চলছে বিক্ষোভ প্রদর্শন ৷ দিল্লির শাহিনবাগের মতই গত তিনদিন ধরে প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে লখনউয়ের ঘণ্টাঘরের কাছে অবস্থানে শামিল হয়েছেন মহিলা প্রতিবাদীরা ৷ গতরাতে বিক্ষোভকারীদের কম্বল এবং খাবার কেড়ে নেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে ৷ যদিও পুলিশের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ পুলিশের এক আধিকারিক বলেন, "এ নিয়ে অযথা গুজব ছড়ানো হচ্ছে ৷ "

বিক্ষোভকারী এক বৃদ্ধা অভিযোগ করেন," পুলিশ কম্বল ছিনিয়ে নিয়েছে ৷ ঠান্ডা থেকে বাঁচতে আমরা আগুন জ্বালিয়েছিলাম ৷ পুলিশ জল ঢেলে সে'টা নিভিয়ে দিয়েছে ৷ " এই সংক্রান্ত কয়েকটি ভিডিয়োও সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে ৷ যেখানে দেখা গেছে গতরাতে কয়েকজন পুলিশকর্মী বিক্ষোভকারীদের কম্বল এবং খাবারের প্যাকেট ভরতি বক্স ছিনিয়ে নিচ্ছেন ৷

উল্লেখ্য, 50 জন মহিলা শুক্রবার থেকে ঘণ্টাঘরের কাছে অবস্থান শুরু করেন ৷ তাঁদের বক্তব্য, সরকার যদি CAA, NRC, NPR প্রত্যাহার না করে তাহলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে ৷

অবস্থানরত আরও এক মহিলা বলেন, "আমার গোটা পরিবার এখানে রয়েছে ৷ ততক্ষণ পর্যন্ত অবস্থান করব, যতক্ষণ না সরকার NRC, CAA এবং NPR বাতিল করছে ৷ " অপর এক বিক্ষোভকারী বলেন, "আমরা NRC এবং CAA-এর বিরুদ্ধে ৷ শাহিনবাগে স্থানীয়রা প্রায় একমাস ধরে আন্দোলন করছেন ৷ কিন্তু মোদি সরকারের তরফে এখনও পর্যন্ত তাঁদের সঙ্গে কোনও কথা বলা হয়নি ৷ অন্যদিকে, অমিত শাহ বলেছেন তিনি NRC চালু করবেন ৷ আবার মোদি বলছেন NRC চালু করা হবে না ৷ তাঁদের বক্তব্য পরস্পরবিরোধী ৷ আমরা বুঝতে পারছি না কে ঠিক বলছেন ৷ "

তাঁদের আন্দোলনকে কি দিল্লির শাহিনবাগের সঙ্গে তুলনা করা যেতে পারে ? এ প্রসঙ্গে এক বিক্ষোভকারীর বক্তব্য, "আমার বোনেরা এতদিন ধরে আন্দোলন করছে, তাই আমরাও ঘর ছেড়ে বাইরে বেরিয়েছি ৷ আমরা পাশে আছি ৷ "

Last Updated : Jan 19, 2020, 2:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details