পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

একাধিক কৃষক নেতার বিরুদ্ধে লুক আউট নোটিস দিল্লি পুলিশের - সাধারণতন্ত্র দিবস

দিল্লি পুলিশের তরফে বলা হয়েছে, যারা সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় উঠে ধর্মীয় পতাকা লাগিয়েছিল, তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে ৷ তার জন্য় ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ এমনকি হিংসায় মদত দেওয়ায় যে সব কৃষক নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, তাদের খুঁজে বের করতে পুলিশ ভিডিয়ো ফুটেজ চেক করছে ৷ তাদের বিরুদ্ধে ইতিমধ্য়ে লুক আউট নোটিস জারি করেছে দিল্লি পুলিশ ৷

Lookout Notice Against Farmer Leaders
একাধিক কৃষক নেতার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি দিল্লি পুলিশের

By

Published : Jan 28, 2021, 3:37 PM IST

দিল্লি, 28 জানুয়ারি : ট্রাক্টর মিছিলে অশান্তির ঘটনায় এবার কৃষক ইউনিয়নের একাধিক নেতার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল দিল্লি পুলিশ ৷ সেই সঙ্গে তাঁদের পাসপোর্টও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে পুলিশ ৷ একই সঙ্গে কৃষকদের লালকেল্লায় গিয়ে বিক্ষোভ দেখানোর জন্য় উস্কানি দেওয়ার অভিযোগে পঞ্জাবি অভিনেতা দীপ সিধুর বিরুদ্ধেও পুলিশ এফআইআর দায়ের করেছে ৷ তাঁকে খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য় ডাকা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ ৷

দিল্লি পুলিশের তরফে বলা হয়েছে, যারা সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় উঠে ধর্মীয় পতাকা লাগিয়েছিল, তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে ৷ তার জন্য় ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ এমনকি হিংসায় মদত দেওয়ায় যে সব কৃষক নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, তাদের খুঁজে বের করতে পুলিশ ভিডিয়ো ফুটেজ চেক করছে ৷ তাদের বিরুদ্ধে ইতিমধ্য়ে লুক আউট নোটিস জারি করেছে দিল্লি পুলিশ ৷ অন্য়দিকে, দিল্লির শুশ্রুত ট্রমা সেন্টার এবং তীর্থ রাম হসপিটালে মঙ্গলবারের ঘটনায় জখম পুলিশ কর্মীদের দেখতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

দিল্লি পুলিশ সূত্রে খবর, স্পেশাল সেল দীপ সিধু ছাড়াও লাখা সিধানা নামে এক ব্য়ক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ লাখা সিধানা ওইদিন লালকেল্লায় অশান্তিতে প্ররোচনা দিয়েছে বলে দিল্লি পুলিশ তার এফআইআরে উল্লেখ করেছে ৷ তবে, কৃষক ইউনিয়নের তরফে দীপ সিধুর বিরুদ্ধে কৃষকদের উস্কানির অভিযোগ তুলেছে, তার প্রতিবাদে গতকাল রাতে একটি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়া পোস্ট করেন পঞ্জাবি এই অভিনেতা ৷ সেখানে তিনি বলেন, ‘‘আমাকে যদি বিশ্বাসঘাতক হিসেবে দেগে দেওয়া হয়, তবে কৃষক নেতারাও বিশ্বাসঘাতক ৷ যদি তাঁরা দাবি করেন, যে লক্ষাধিক কৃষককে আমি উস্কেছি ৷ তবে, তাঁরা কী ধরণের নেতা ? তবে কী আরএসএস ও বিজেপির লোকেরা লালকেল্লায় নিশান সাহিবের পতাকা লাগিয়েছিল? আপনারা বলতে চাইছেন লক্ষাধিক কৃষক বিশ্বাসঘাতক ?’’ প্রশ্ন দীপ সিধুর ৷

আরও পড়ুন : হিংসায় উসকানি দেওয়ার অভিযোগ, দিল্লি পুলিশের এফআইআর-এ দীপ সিধুর নাম

তবে, এসবের বাইরে, এখন জাতীয় রাজধানীতে অশান্তি এবং ভাঙচুরের ঘটনায় দিল্লি পুলিশ এবার অভিযুক্তদের ধড়পাকড় শুরু করবে, তা স্পষ্ট ৷ যেখানে একাধিক কৃষক নেতা দিল্লি পুলিশের রেডারে রয়েছে ৷ এর ফলে কৃষকদের আন্দোলন স্তিমিত হবে? না কি পরিস্থিতি আরও ঘোরাল হবে সেটাই এখন দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details