বিলাসপুর, 16 মে : "2014 সালে গঙ্গাপুত্র হিসেবে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদি । 2019-এ তিনি বিদায় নেবেন রাফালের এজেন্ট হয়ে ।" হিমাচল প্রদেশের বিলাসপুরে এক জনসভায় নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু ।
রাহুল গান্ধি কংগ্রেসের কামান, আমি AK-৪৭ : সিধু - bjp
হিমাচল প্রদেশের বিলাসপুরে এক জনসভায় নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু । পাশাপাশি নরেন্দ্র মোদিকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানান তিনি ।
রাহুল গান্ধিকে কংগ্রেসের কামান আর নিজেকে AK-৪৭ বলে ব্যাখ্যা করেন সিধু । পাশাপাশি নরেন্দ্র মোদিকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানিয়ে সিধু বলেন, "না খাউঙ্গা না খানে দুঙ্গা" - ইশুতে বিতর্ক করুক মোদি । আমি যদি হারি তবে রাজনীতি ছেড়ে দেব ।" প্রসঙ্গত, 2014 লোকসভা নির্বাচনের প্রচারে মোদি বলেছিলেন, "ক্ষমতায় এলে না আমি নিজে খাব (পড়ুন ঘুষ), না কাউকে খেতে দেব । "
জনসভা থেকে সিধু আরও বলেন, "রাহুল গান্ধি এবার কড়া টক্কর দেবেন মোদিকে । প্রতিপক্ষকে দুর্বল ভাবলে ভুল করবেন ।" উল্লেখ্য, 19 মে হিমাচল প্রদেশের চারটি লোকসভা আসনে ভোট ।