পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পঞ্জাবে হানা পঙ্গপালের - পঞ্জাব

কৃষি বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার পঙ্গপাল হানা দিয়েছে পঞ্জাবের ভাটিন্ডা জেলার কয়েকটি জায়গায়। তবে তা নিয়ে কৃষি আধিকারিক এবং চাষিদের মধ্যে মতবিরোধ রয়েছে । প্রশাসনিক কর্তাদের মতে, ফসলের ক্ষতি হয়নি । অথচ চাষিদের অভিযোগ, ফসলের ক্ষতি হয়েছে।

Punjab
Punjab

By

Published : Jul 3, 2020, 10:29 PM IST

অমৃতসর, 3 জুলাই : উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানার পর পঙ্গপালের হানা এবার পঞ্জাবে। বৃহস্পতিবার পঞ্জাবের ভাটন্ডার তালওয়ান্দি সাবো, রামপুরা এবং মাউর মাণ্ডির কয়েকটি এলাকায় পঙ্গপাল হানা দিয়েছিল। তবে, কৃষি বিভাগের এক কর্মকর্তা জানান, “খুব কম পঙ্গপাল এখানে এসেছে । তাই বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি।" যদিও, চাষিরা অভিযোগ জানিয়ে বলেন, তাঁদের ফসলের অনেকে ক্ষতি হয়েছে।

পঙ্গপাল হানায় ক্ষতির পরিমাণের বিষয়টি নিয়ে বলতে গিয়ে কৃষি বিভাগের কর্মকর্তা কমল জিন্দাল জানান, "আগে থেকেই ফসলের যাতে না ক্ষতি হয় তার জন্য স্প্রে করা হয়েছিল । তাই ফসলের বিশেষ কোনও ক্ষতি হয়নি। এছাড়াও আমাদের পঙ্গপাল নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। "

অন্যদিকে, চাষিদের অভিযোগ, তাঁরা নিজেরাই ট্রাক্টর দিয়ে শব্দ করে পঙ্গপাল তাড়িয়েছে। বিষয়টি নিয়ে এক চাষি বিনয় কুমার বলেন, “আমাদের চাষের জমিতে পঙ্গপাল এসেছিল। আমরা নিজেরাই ট্রাক্টর দিয়ে শব্দ করে পঙ্গপাল তাড়াই। কোনও প্রশাসনিক কর্তা আমাদের পাশে দাঁড়ায়নি। আমাদের অনেক ফসল নষ্ট হয়ে গেছে।”

ABOUT THE AUTHOR

...view details