পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ রাত 12 টা থেকে 21 দিন গোটা দেশে লকডাউন - জাতির উদ্দেশে মোদির ভাষণ

ছবি
ছবি

By

Published : Mar 24, 2020, 8:10 PM IST

Updated : Mar 24, 2020, 10:06 PM IST

21:11 March 24

দিল্লি, 24 মার্চ : কোরোনা মোকাবিলায় টানা তিন সপ্তাহ লকডাউন গোটা দেশ ৷ আজ জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ৷ এই পদক্ষেপ আজ রাত বারোটা থেকে কার্যকর হবে ৷ প্রধানমন্ত্রীর কথায়, " এই লকডাউন একরকম কারফিউ ৷ কোরোনা মোকাবিলায় আমাদের এই পদক্ষেপ করতেই হবে ৷ " মোদির আহ্বান, 21 দিন বাড়িতে থাকুন ৷ বাড়ির বাইরে বেরোবেন না ৷ কোরোনা আতঙ্ক ক্রমেই বিশ্বজুড়ে ভয়ঙ্কর আকার নিয়েছে ৷ ভারতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলেছে ৷ ইতিমধ্যেই 10 জন মারা গিয়েছেন ৷ কোরোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকার জরুরি পদক্ষেপ করেছে ৷ প্রধানমন্ত্রী আগেই জনতা কারফিউয়ের ডাক দিয়েছিলেন ৷ এবার 21 দিনের জন্য কারফিউয়ের পথে গোটা দেশ ৷ আজ মোদি বলেন, "এই লকডাউনের ফলে দেশের অর্থনীতি পিছিয়ে যাবে এটা আমরা জানি ৷ কিন্তু এটা না করলেও আর কোনও উপায় নেই ৷ দেশের মানুষকে বাঁচানোর জন্য এটাই একমাত্র পদক্ষেপ ৷ "

21 দিন গোটা দেশ লকডাউন

20:08 March 24

তিনি বলেন, "এই 21 দিনের কারফিউ যদি ঘোষণা না করি তাহলে এর ফল আমাদের আগামী 21 বছর বইতে হবে ৷ তাই বাড়ির সামনে লক্ষ্মণরেখা টেনে দিন ৷ শুধু ঘরের মধ্যেই থাকুন ৷ এটা যদি না মানেন তাহলে এর ফলে আমাদের ভুগতে হবে ৷"  একইসঙ্গে মোদি দেশের প্রতিটি স্বাস্থ্য কর্মী, চিকিৎসার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন এই ভাইরাসের মধ্যে যেভাবে তাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন ৷  

যেভাবে এই কঠিন পরিস্থিতির মধ্যে চিকিৎসক, নার্সরা তাঁদের দায়িত্ব পালন করে চলেছেন তার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷ আজ প্রধানমন্ত্রী জানান, কোরোনা মোকাবিলায় 15000 কোটি টাকার বিশেষ তহবিল তৈরি করা হয়েছে । ধন্যবাদ জানিয়েছেন সাফাই কর্মীদের ৷ এদিন প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে পুলিশ, সংবাদকর্মীদের প্রসঙ্গ ৷ তারা যেভাবে 'ভয়ঙ্কর' পরিস্থিতিতে লড়াই করছেন, নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন তার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ৷ মোদির কথায়, "জীবন থাকলে দেশ থাকবে ৷" তাই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের আরও সচেতন হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷  

এদিন প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন দেশের প্রতিটি রাজ্য সরকারি প্রতিষ্ঠান-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ৷ যাতে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে পারে সবাই ৷ একইসঙ্গে কোরোনা নিয়ে যাতে গুজব তৈরি করে অকারণে পরিস্থিতি জটিল করা না হয় তার আবেদন জানিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, শুধুমাত্র চিকিৎসকদের কথা শুনুন ৷ 

Last Updated : Mar 24, 2020, 10:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details