পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোঝিকোড়ে বিমান দুর্ঘটনা : চালু একাধিক হেল্প লাইন নম্বর

এয়ার ইন্ডিয়ার বিমান (IX-1344) দুর্ঘটনায় হতাহতদের অনুসন্ধানের জন্য বিদেশ মন্ত্রকের তরফ থেকে হেল্প লাইন নম্বর চালু করল ৷ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও টুইট করে কয়েকটি হেল্পলাইন নম্বর জানান ৷

helplines numbers
হেল্প লাইন নম্বর

By

Published : Aug 8, 2020, 5:50 AM IST

কোঝিকোড়, 8 অগাস্ট : কেরালার কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়ার বিমান (IX-1344) দুর্ঘটনায় হতাহতদের অনুসন্ধানের জন্য বিদেশ মন্ত্রকের তরফ থেকে হেল্পলাইন চালু করা হল ৷ দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের পরিবার পরিজন এই হেল্পলাইন থেকে ফোন করে খবর নিতে পারেন বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে ৷ বিদেশ মন্ত্রক শুক্রবার রাতেই 24x7 হেল্পলাইন নম্বর চালু করেছে ৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক টুইট বার্তায় আইএক্স ১৩৪৪(IX-1344)-এর ঘটনায় দুঃখ প্রকাশ করে হেল্পলাইন নম্বরগুলি জানান ৷ এই হেল্পলাইন নম্বরগুলি হচ্ছে 1800 118 797, +91 11 23012113, +91 1123014104, +91 1123017905 ৷ এছাড়া ফ্যাক্স নম্বর হল : 91 11 23018158 ৷ ইমেল : covid19@mea.gov.in

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা

এছাড়া, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও টুইট করে কয়েকটি হেল্পলাইন নম্বর জানান ৷

কোঝিকোড় কালিকট বিমানবন্দরের হেল্পলাইন নম্বর - ০৪৮৩২৭১৯৪৯৩

কোঝিকোড় কালেক্টরেট : ০৪৯৫২৩৭৬৯০১

মল্লপুরমের কালেক্টর : ০৪৮৩২৭৩৬৩২০

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে হেল্পলাইন নম্বর +৯৭১৪২০৭৯৪৪৪

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা

দুবাইয়ে ভারতীয় দূতাবাসের তরফ থেকেও কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরগুলি হল - +৯৭১-৫৬৫৪৬৩৯০৩, +৯৭১-৫৪৩০৯০৫৭১, +৯৭১-৫৪৩০৯০৫৭২ এবং +৯৭১-৪৩০৯০৫৭৫।

এছাড়া বিভিন্ন হাসপাতাল থেকেও একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ৷

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা

কেরালায় ব্যাপক বর্ষণে শুক্রবার সকালে ইদ্দুকি জেলায় ভূমিধসে 15 জনের মৃত্যু হয় ৷ আর শুক্রবার রাতেই এই ভয়াবহ বিমান দুর্ঘটনা হল ৷ এই বিমান দুর্ঘটনার পর কোঝিকোড়ের রানওয়ে নিয়ে বিস্তর অভিযোগ উঠে এসেছে ৷ দেশের বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোহন রঙ্গনাথন রানওয়ের নিরাপত্তায় যে বড়সড় ফাঁক রয়েছে তা জানান ৷ এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রায় ন'বছর আগে কোঝিকোড়ের রানওয়ে পরিদর্শন করে তিনি নিরাপত্তা নিয়ে ঝুঁকির কথা জানান ৷

ABOUT THE AUTHOR

...view details