পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বেদ ও উপনিষদের জ্ঞান সর্বশ্রেষ্ঠ : কেশরীনাথ ত্রিপাঠী

বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে 10 দিনের এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । সেখানে তিনি জানান, বেদ ও উপনিষদের জ্ঞান সর্বশ্রেষ্ঠ ।

কেশরীনাথ ত্রিপাঠী

By

Published : Jul 10, 2019, 11:59 PM IST

বারাণসী, 10 জুলাই : বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে "প্রাচ্য বিদ্যায় অনুপযুক্ত অনুসন্ধান প্রবণতা" বিষয়ক 10 দিনের এক কর্মশালা আজ শুরু হয় । সেই উদ্বোধন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী । এছাড়া উপস্থিত ছিলেন কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গিরধর মালব্য ।

কর্মশালাটি প্রতিদিন দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে । প্রতিদিন দুটি করে বিষয়ের উপর ভাষণ দেওয়া হবে । আজ বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে কর্মশালার সূচনা হয় । পরে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা নিজেদের বক্তব্য রাখেন ।

কেশরীনাথ ত্রিপাঠী সাংবাদিকদের মুখোমখি হয়ে বলেন, "মানুষ এখন স্বীকার করতে শুরু করেছে যে, বিশ্বের যে শ্রেষ্ঠ জ্ঞান তার মূল উৎস ভারত । ভারতের বেদ, উপনিষদ ও অন্যান্য সমস্ত প্রাচ্য বিদ্যার বিষয়ে আরও বেশি অনুসন্ধান করা উচিত । এই অনুসন্ধান নতুন নতুন পথ দেখাবে । নতুন নতুন বিষয় আবিষ্কার হবে । তাই আমার মতে বেদ এবং উপনিষদের জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান । "

ABOUT THE AUTHOR

...view details