পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাশ্মীরি পণ্ডিত সরপঞ্চের খুনের ঘটনায় তীব্র নিন্দা BJP-র

কাশ্মীরি পণ্ডিত সরপঞ্চের নৃশংস খুনের ঘটনায় নিন্দা প্রকাশ করে জম্মু-কাশ্মীর BJP । পাকিস্তান মদতপুষ্ট কাশ্মীরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে এই কাজ করেছে বলে অভিযোগ করেন জম্মু-কাশ্মীর BJP সভাপতি রবীন্দর রায়না ।

ravinder
ravinder

By

Published : Jun 9, 2020, 1:09 PM IST

শ্রীনগর, 9জুন : কাশ্মীরি পণ্ডিত সরপঞ্চের নৃশংস খুনের ঘটনায় নিন্দা জানাল জম্মু-কাশ্মীর BJP । পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা এই নৃশংস কাজ করেছে । আসলে তারা কেন্দ্রশাসিত কাশ্মীরের শান্তি বিঘ্ন করতে চায় বলে গতরাতে অভিযোগ করে BJP ।

জম্মু ও কাশ্মীর BJP সভাপতি রবীন্দর রায়না বলেন, “অনন্তনাগে কাশ্মীরি পণ্ডিত সরপঞ্চের খুনের তীব্র নিন্দা জানাচ্ছে BJP । পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা এই কাজ করেছে । আসলে ওরা জম্মু-কাশ্মীরের শান্তি নষ্ট করতে চায় ।” অজয় পণ্ডিতা (ভারতী) নামে 35 বছরের ওই ব্যক্তির খুনের নিন্দা জানান BJP সাধারণ সম্পাদক অশোক কউলও ।

ভারতীয় সেনাদের একের পর এক অভিযান এবং জঙ্গি নিকেশ নাড়িয়ে দিয়েছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলিকে । তারা কাশ্মীরের শান্তির পরিবেশ নষ্ট করতে চায় । হিন্দু পণ্ডিতের খুন বুঝিয়ে দেয় তারা কতটা উদ্ধত বলে নিন্দা জানান রবীন্দর রায়না ।

জম্মু কাশ্মীর VHP-র ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজেশ গুপ্তাও এই ঘটনার তীব্র নিন্দা জানান । তিনি বলেন, “কয়েকটি শক্ত কথা হিন্দু পণ্ডিতের খুনের নিন্দা জানাতে যথেষ্ট নয় । এই ধরনের ঘটনা হিন্দুদের কাশ্মীরে ফেরা থেকে আটকাতে পারবে না । ”

ABOUT THE AUTHOR

...view details