খড়গপুর , 30 নভেম্বর : মহাত্মা গান্ধির 150তম জন্মবার্ষিকী উপলক্ষে খড়গপুর IIT-র দুজন ছাত্র এবং ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-র উদ্যোগে তৈরি হবে 'গান্ধিপিডিয়া' ৷ সেখানে অনলাইনে পড়া যাবে গান্ধির লেখা চিঠি , বই , বক্তব্য ইত্য়াদি ।
শুক্রবার খড়গপুর ইন্ডিয়ান ইন্সটিউট অফ টেকনোলজি (IIT)-র তরফে জানানো হয় , সম্পূর্ণ প্রজেক্টটি তৈরি হবে কৃত্রিম বুদ্ধিমত্তার (Artifical Intelligence) সাহায্যে ৷ প্রথম দফায় পোর্টালে মহাত্মা গান্ধির লেখা 40টি বই সূচিভুক্ত করা হবে ৷ এই বইগুলি মহাত্মার সামাজিক পরিসর পুনর্গঠন করবে ৷ তাঁদের জন্য এটি একটি ভাল উদ্যোগ যাঁরা মহাত্মার দেখানো পথে অনুপ্রেরণা পেতে তাঁর লেখা পড়তে ও তা নিয়ে চর্চা করতে চান ৷ "