রায়পুর, 20 এপ্রিল : দেশে প্রতিনিয়ত বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । সংক্রমণ প্রতিরোধে বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা । ঘরে থাকতে বলা হচ্ছে সকলকে । কিন্তু ছুটি নেই তাঁদের । অন্যরা যখন গৃহবন্দী তাঁরা তখন পরিবার ছেড়ে, সংক্রমণের ভয় উপেক্ষা করে কাজ করে চলেছেন । এমনই এক যোদ্ধা অমৃতা সোরি । রায়পুরের এই পুলিশ আধিকারিক সাত মাসের অন্তঃসত্ত্বা । কিন্তু অবহেলা করেননি কর্তব্য । দেখেননি আত্মস্বার্থ । সহকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে চলেছেন নিরন্তর ।
কোরোনায় কাঁপছে দেশ । এপর্যন্ত দেশে কোরোনায় আক্রান্ত 14 হাজার 175 জন । মৃত্যু হয়েছে 543 জনের । এই পরিস্থিতিতে বয়স্ক, শিশু ও গর্ভবতী মহিলাদের বিশেষভাবে সচেতন থাকতে বলছেন চিকিৎসকরা । অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে সংক্রমণের আশঙ্কা বেশি । কিন্তু কর্তব্যের কাছে ম্লান হয়ে গেছে সমস্ত ভয় । মানুষের স্বার্থে সহকর্মীদের সঙ্গে কাজ করে চলেছেন ছত্তিশগড়ের সাত মাসের অন্তঃসত্ত্বা অতিরিক্ত পুলিশ সুপার (IUCAW) অমৃতা সোরি ।