দিল্লি, ১০ মার্চ : সামনেই লোকসভা নির্বাচন। আর ভারতীয় সশস্ত্রবাহিনীর এক একটা সাফল্যকে হাতিয়ার করে ইতিমধ্যেই প্রচার শুরু করেছে BJP। তাদের পোস্টার ও হোর্ডিংয়ে দেখা গেছে সেনাবাহিনীর অভিযান চালানোর বিভিন্ন ছবি। থাকছে সেনা আধিকারিকদের ছবিও। এই বিষয়টি সামনে আসার পরই নির্বাচন কমিশনের তরফে প্রতিটি রাজনৈতিক দলের কাছে একটি নোটিশ পাঠানো হয়েছে। সেখানে লেখা রয়েছে, সশস্ত্রবাহিনী অরাজনৈতিক ও আধুনিক গণতন্ত্রের নিরপেক্ষ অংশীদার। ফলে রাজনৈতিক প্রচার থেকে তাদের দূরে রাখাই ভালো।
BJP-র একটি পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহর পাশাপাশি বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ছবি দেখা গেছে। সেই পোস্টারে অভিনন্দনকে দেশে ফেরানোর সাফল্য তুলে ধরে প্রচার করা হয়। যাতে লেখা ছিল, "মোদি সরকারের অধীনে সবই সম্ভব।" আর আসন্ন নির্বাচনের আগে এটাই BJP-র স্লোগানে পরিণত হয়েছে।
পাকিস্তানের F-16 যুদ্ধবিমানকে তাড়া করার সময় পাকিস্তান অধীকৃত কাশ্মীরে ভেঙে পড়ে অভিনন্দনের বিমান। এরপর তাঁকে নিজেদের হেপাজতে নেয় পাকিস্তান। দু'দিন ধরে চলে কূটনৈতিক টানাপোড়েন। তারপর অবশ্য তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। এটিকে তাদের সাফল্য বলে প্রচার করছে BJP।
BJP-র হোর্ডিং ও পোস্টারে প্রধানমন্ত্রীর পাশাপাশি সশস্ত্রবাহিনীর ছবিও দেখতে পাওয়া গেছে। বিষয়টি দেখা মাত্রই প্রতিটি রাজনৈতিক দলের কাছে নোটিশ পাঠানো হয় নির্বাচন কমিশনের তরফে। সেই নোটিশে লেখা হয়, "সশস্ত্রবাহিনী দেশের সীমান্ত, নিরাপত্তা ও রাজনৈতিক পরিকাঠামোর অভিভাবক। তারা অরাজনৈতিক ও আধুনিক গণতন্ত্রের নিরপেক্ষ অংশীদার। তাই প্রচারে তাদের প্রসঙ্গ টেনে আনার আগে রাজনৈতিক দল ও নেতাদের সতর্ক হতে হবে।"
প্রচারে সেনা আধিকারিকদের ফোটো ব্যবহার না করার জন্য প্রার্থী ও নেতাদের পরামর্শ দিতে বলা হয়েছে প্রতিটি রাজনৈতিক দলকে। আর এরপরও তা ব্যবহার করা হলে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে কমিশনের তরফে।