পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লখনউয়ে ২ কাশ্মীরি ব্যবসায়ীকে মারধর, গ্রেপ্তার ১

লখনউয়ে আক্রান্ত ২ কাশ্মীরি ব্যবসায়ী। রাস্তায় তাঁদের আক্রমণ করে কয়েকজন। হামলাকারীদের পরনে ছিল গেরুয়া কুর্তা। আক্রমণকারীদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। SSP কলানিধি নৈথানি জানিয়েছেন, বজরং সোনকার নামে ওই অভিযুক্তের বিরুদ্ধে আগে থেকেই খুন সহ ১২টি মামলা রুজু করা আছে।

a

By

Published : Mar 7, 2019, 1:23 PM IST

লখনউ, ৭ মার্চ : লখনউয়ে আক্রান্ত ২ কাশ্মীরি ব্যবসায়ী। রাস্তায় তাঁদের আক্রমণ করে কয়েকজন। হামলাকারীদের পরনে ছিল গেরুয়া কুর্তা। তাদেরই একজন মারধরের ভিডিয়ো শেয়ার করে সোশাল মিডিয়ায়। লখনউয়ের দালিগঞ্জ এলাকায় গতকাল ঘটনাটি ঘটেছে। আক্রমণকারীদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। SSP কলানিধি নৈথানি জানিয়েছেন, বজরং সোনকার নামে ওই অভিযুক্তের বিরুদ্ধে আগে থেকেই খুন সহ ১২টি মামলা রুজু করা আছে।

মারধরের ঘটনা দেখে স্থানীয়রা ওই দুই ব্যবসায়ীকে রক্ষা করতে আসেন। আক্রমণকারীদের রুখে দিয়ে ওই দু'জনকে উদ্ধার করেন তাঁরা। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। যাতে উত্তেজনা না ছড়ায়, তার জন্য ভিডিয়োটি ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা এই হামলার তীব্র নিন্দা করেছেন। টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দেগে তিনি লিখেছেন, "আপনি বলা স্বত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। যে রাজ্যে এই ঘটনা ঘটেছে সেখানে আপনারাই ক্ষমতায়। তাহলে কি আমরা আশা করতে পারি যে পুলিশ কোনও ব্যবস্থা নেবে? নাকি এই আশ্বাস আপনার আরও একটি জুমলা?"

কাশ্মীরে জঙ্গি হামলার পর দেশের বিভিন্ন প্রান্তে হেনস্থার শিকার হচ্ছেন কাশ্মীরিরা। বাদ যায়নি পশ্চিমবঙ্গও। দেশের বিভিন্ন প্রান্তে কাশ্মীরের মানুষকে যেন হেনস্থা, সামাজিক বয়কট বা হামলার শিকার হতে না হয় তার জন্য ২২ ফেব্রুয়ারি কেন্দ্রসহ ১০টি রাজ্যকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। রাজ্যগুলি হল- উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, পঞ্জাব, ছত্তিশগড়, মেঘালয়, বিহার ও হরিয়ানা।

শুনানির সময় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছিলেন, "গণপিটুনি রুখতে যে সব পুলিশ অফিসারদের নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছিল, তাঁরাই এই বিষয়টির দায়িত্ব পালন করবেন।" স্বরাষ্ট্রমন্ত্রককে শীর্ষ আদালত নির্দেশ দেয়, নোডাল অফিসারদের যোগাযোগের বিস্তারিত তথ্য প্রচার করতে হবে।

ABOUT THE AUTHOR

...view details