পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহাকাল এক্সপ্রেসে দেবতার জন্য আসন সংরক্ষণ! - temple of Lord Shiva in train

কাশী মহাকাল এক্সপ্রেস ৷ কোচ বি-5 ৷ আসন নম্বর 64 ৷ এই ট্রেনের ভিতরের কামরার একটি আসনকে ছোটো একটি শিব মন্দিরের আদলে সাজিয়ে তোলা হয়েছে ৷

Kashi Mahakal Express (Varanasi-Indore) has been turned into a mini-temple of Lord Shiva.
মহাকাল এক্সপ্রেসের ভিতরে শিব মন্দির?

By

Published : Feb 17, 2020, 4:59 AM IST

Updated : Feb 17, 2020, 5:17 AM IST

বারাণসী, 17 ফেব্রুয়ারি : কাশী মহাকাল এক্সপ্রেস ৷ কোচ বি-5 ৷ আসন নম্বর 64 ৷ এই আসনটি সংরক্ষিত করে রাখা হয়েছে ৷ তবে কোনও বিশেষ যাত্রীর জন্য নয় ৷ আসনটি ভগবান শিবের ৷ এই ট্রেনের ভিতরের কামরার এই আসনকে ছোটো একটি শিব মন্দিরের আদলে সাজিয়ে তোলা হয়েছে ৷

গতকাল বারাণসী সফরে এসে ভিডিয়ো লিঙ্কের মাধ্যমে IRCTC-র বেসরকারি ট্রেন মহাকাল এক্সপ্রেসের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি । 20 ফেব্রুয়ারি এই ট্রেনটি প্রথম যাত্রা শুরু করবে । তিনটি তীর্থক্ষেত্র বারাণসী, উজ্জয়িনী, ওমকারেশ্বরকে সংযোগ করবে এই ট্রেনটির প্রথম রাতভরব্যাপী যাত্রা ৷ প্রথমবার কোনও ট্রেনের আসন সংরক্ষিত করা হল কোনও দেবতার জন্য ৷

এই এক্সপ্রেস ট্রেনটির এক অংশে ফুল, মালা ও শিব ও অন্য দেবদেবীর ছবি দিয়ে এমনভাবে সাজানো হয়েছে, মনে হচ্ছে যেন একটি ছোটো শিবমন্দিরই গড়ে উঠেছে ট্রেনে ৷

Last Updated : Feb 17, 2020, 5:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details