পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ কর্নাটক উপনির্বাচনের ফলাফল, ইয়েদুরাপ্পা সরকারের বড় পরীক্ষা

5 ডিসেম্বর কর্নাটকের 15টি আসনে উপনির্বাচন হয় ৷ অঙ্কের হিসাব বলছে BJP-কে সরকার টিকিয়ে রাখতে গেলে সাতটি আসন পেতেই হবে ৷

BS Yediyurappa
বিএস ইয়েদিউরুপ্পা

By

Published : Dec 9, 2019, 10:20 AM IST

Updated : Dec 9, 2019, 10:48 AM IST

বেঙ্গালুরু, 9 ডিসেম্বর : শুরু হয়েছে কর্নাটকের বিধানসভা উপনির্বাচনের গণনা ৷ মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার চার মাস বয়সি BJP পরিচালিত সরকারের ভবিষ্যৎ নির্ধারিত হবে এই ফলাফলের মাধ্যমে ৷

5 ডিসেম্বর কর্নাটকের 15টি আসনে উপনির্বাচন হয় ৷ অঙ্কের হিসাব বলছে BJP-কে সরকার টিকিয়ে রাখতে গেলে সাতটি আসন পেতেই হবে ৷ চলতি বছরের জুলাই মাসে কর্নাটকের 15জন বিধায়ক পদত্যাগ করেন ৷ ভেঙে যায় কংগ্রেস-JDS জোট ৷ ক্ষমতায় আসে BJP ৷ 224 আসন বিশিষ্ট কর্নাটক বিধানসভায় BJP-র রয়েছে 105 টি আসন (নির্দল প্রার্থীর সমর্থন সহ 106) ৷ কংগ্রেসের রয়েছে 66 ও JDS-এর 34।


এই 15 টি আসনের মধ্যে 13 টিতে জয়ের বিষয়ে আশা প্রকাশ করেছে BJP । ইয়েদুরাপ্পার কথায়, "আমরা আমাদের মেয়াদ শেষ করব। আমাদের কাছ থেকেও মানুষের একই প্রত্যাশা রয়েছে।"

Last Updated : Dec 9, 2019, 10:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details