পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেরল থেকে পোলট্রি আনায় নিষেধাজ্ঞা জারি কর্নাটকে - karnataka-on-alert-to-contain-bird-flu-spread-blocks-poultry-from-kerala

সম্প্রতি কেরলে বার্ড ফ্লুয়ের প্রকোপ দেখা দেয়। এছাড়া রাজস্থান-সহ আরও কয়েকটি রাজ্যেও বার্ড ফ্লু দেখা দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই বুধবার এই পদক্ষেপ করেছে কর্নাটক সরকার। একই সঙ্গে কেরল থেকে যে গাড়িগুলি কর্নাটকে আসছে, সেগুলি থেকে যে কোনও ধরনের সংক্রমণ ঠেকাতে স্যানিটাইজ করার কাজ চলছে।

karnataka-on-alert-to-contain-bird-flu-spread-blocks-poultry-from-kerala
কেরল থেকে পোলট্রি আনায় নিষেধাজ্ঞা জারি কর্নাটকে

By

Published : Jan 6, 2021, 5:27 PM IST

মহীশূর, 6 জানুয়ারি: কেরালা থেকে পোলট্রি ও অন্যান্য পাখি আনার উপর নিষেধাজ্ঞা জারি করল কর্নাটক সরকার। অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ আটকাতে এই সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সরকার। এই নিয়ে ইতিমধ্যে কর্নাটক-কেরালা সীমানায় নজরদারি শুরু হয়েছে। বিশেষ করে মহীশূরের কোর্টতালুকে বিশেষ নজরদারি চলছে। এমনটাই জানিয়েছেন মহীশূর জেলার কালেক্টর রোহিনি সিন্ধুরি।

সম্প্রতি কেরালায় বার্ড ফ্লুয়ের প্রকোপ দেখা দেয়। এছাড়া রাজস্থান-সহ আরও কয়েকটি রাজ্যেও বার্ড ফ্লু দেখা দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই বুধবার এই পদক্ষেপ করেছে কর্নাটক সরকার। একই সঙ্গে কেরালা থেকে যে গাড়িগুলি কর্নাটকে আসছে, সেগুলি থেকে যে কোনও ধরনের সংক্রমণ ঠেকাতে স্যানিটাইজ করার কাজ চলছে। পাশাপাশি প্রাণীপালন বিভাগের তরফেও সীমানায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে প্রশাসনের তরফে জানানো হয়েছে যে পাখিদের মধ্যে কোনও রকম অস্বাভাবিক কিছু দেখা গেলে তা সঙ্গে সঙ্গে প্রাণীপালন বিভাগকে পাঠাতে হবে।

আরও পড়ুন:4 রাজ্যে বার্ড ফ্লু'র প্রকোপের কথা নিশ্চিত করল কেন্দ্র

কেরলের বেশ কয়েকটি জেলায় প্রথম বার্ড ফ্লুয়ের বিষয়টি নজরে আসে। সেখান থেকে পাখিদের নমুনা নিয়ে বিশেষ গবেষণাগারে পাঠানো হয়। তার পর বিষয়টি স্পষ্ট হয়। তার পর পদক্ষেপ করা শুরু করে কেরালা সরকার। এর পরই কেরালার সঙ্গে পাখি বহনে নিষেধাজ্ঞা জারি করেছে তামিলনাড়ু সরকারও। তার পর কর্নাটক সরকারও একই সিদ্ধান্ত নিল।

ABOUT THE AUTHOR

...view details