নিউ দিল্লি, 1 জানুয়ারি : কোরোনা মুক্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । আজ টুইটারে নিজের ও তাঁর পরিবারের কোরোনা মুক্ত হওয়ার কথা জানান ।
কোরোনা মুক্ত জেপি নাড্ডা ও তাঁর পরিবার - aiims director randeep guleria
13 ডিসেম্বর কোরোনায় আক্রান্ত হন জেপি নাড্ডা ।
nadda
একইসঙ্গে তিনি এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া এবং তাঁর দলকে ধন্য়বাদ জানান । তাঁর কঠিন সময়ে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান নাড্ডা । সকলের প্রার্থনায় তিনি সুস্থ হয়ে উঠেছেন বলে মনে করেন ।
নাড্ডার পশ্চিমবঙ্গ সফরের পর দিল্লিতে ফিরে গিয়ে 13 ডিসেম্বর কোরোনা আক্রান্ত বলে ধরা পড়েন । ওই সফরে তাঁর কনভয়ের উপর হামলা হয় । তার পর থেকে বেশ কয়েকদিন উত্তাল ছিল রাজ্য রাজনীতি ।