দিল্লি, ২৬ মার্চ : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) উপাচার্য জগদীশ কুমারের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে গেট ভাঙল ছাত্ররা। গতকাল রাতের ঘটনা। অভিযোগ বিক্ষোভকারী ছাত্ররা গেট ভেঙেছে। তারা উপাচার্যের বাড়ি ঘেরাও করে রেখেছে।
উপাচার্য বাসভবনে না থাকলেও ছাত্র ঘেরাওয়ের জেরে বাড়িতেই আটকে রয়েছেন তাঁর স্ত্রী। বিশ্ববিদ্যালয়ের ভর্তি নীতির বিরোধিতা করে আন্দোলন করছে ছাত্ররা। JNU-র ছাত্র ইউনিয়নের প্রাক্তন প্রেসিডেন্ট গীতা কুমারী ৭ দিন ধরে অনশন করছেন। গত রাতে আন্দোলনকারীরা ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ভবন থেকে উপাচার্যের বাড়ি পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। এরপর তারা উপাচার্যের বাড়ি ঘেরাও করে। সেই সময় বাড়ির গেট ভাঙা হয়। ঘটনার সময় বাড়িতে উপাচার্যের স্ত্রী একা ছিলেন।