পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"JNU-র পরিস্থিতি স্বাভাবিক", পড়ুয়াদের ফেরার আবেদন উপাচার্যের - দিল্লি

হস্টেলে রয়েছে বহিরাগত পড়ুয়া । তারাই এই ধরনের বিক্ষোভে শামিল হয়ে সন্ত্রাস তৈরি করছে বলেও আজ দাবি করলেন উপাচার্য । তবে, JNU-র পরিস্থিতি স্বাভাবিক তাই পড়ুয়াদের ফেরার আবেদন জানালেন তিনি ।

উপাচার্য
উপাচার্য

By

Published : Jan 11, 2020, 2:12 PM IST

Updated : Jan 11, 2020, 2:46 PM IST

দিল্লি, 11 জানুয়ারি : বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক । একথা জানিয়ে পড়ুয়াদের ফেরার আবেদন জানালেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ।

আজ সকালেই পড়ুয়াদের সঙ্গে কথা বলেন উপাচার্য এম জগদীশ কুমার । কথা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়া এমন ধরনের বিক্ষোভ করেছে, সন্ত্রাস তৈরি করেছে যে কয়েকজন হস্টেল ছাড়তে বাধ্য হয়েছে ৷ আমরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়িয়েছি । ফলে যারা ভয়ে বাড়ি চলে গেছে, তাদের ফিরে আসার জন্য আবেদন করছি ।

হস্টেলে রয়েছে বহিরাগত পড়ুয়ারাও । কোনও কাজ না থাকার জন্য তারা এই ধরণের বিক্ষোভে শামিল হয়ে সন্ত্রাস তৈরি করছে বলেও আজ দাবি করলেন উপাচার্য । বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন শুরু হয়েছে । শীতকালীন সিমেস্টার 13 জানুয়ারি শুরু হবে ফলে যাঁরা আপাতত ক্যাম্পাস ছেড়ে চলে গেছেন, তাঁদের ফিরে আসার আবেদন জানালেন তিনি ।

5 জানুয়ারি সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালায় দুষ্কৃতীরা । আক্রান্ত হন JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । পাশাপাশি অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হন অধ্যাপিকা সুচরিতা সেন । জখম হয় কয়েকজন ছাত্র-ছাত্রীও । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ।

Last Updated : Jan 11, 2020, 2:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details